বাস্তুশাস্ত্র মতে বলা হচ্ছে, আর্থিক সৌভাগ্য ও সমৃদ্ধি বৃদ্ধি করতে দুর্গাপুজোর অষ্টমীতে আনুন এই শুভ জিনিসগুলি। বাস্তুশাস্ত্র মতে, দুর্গা অষ্টমীর দিন যদি বাড়িতে রুপোর ঘটি কেনেন তাহলে তা সৌভাগ্য আনে বলে মনে করা হয়।
আরও পড়ুন: আজ মহাষ্টমী, মণ্ডপে পুষ্পাঞ্জলিতে দেবীবন্দনা! সন্ধিপুজোর সময় জানুন
শাস্ত্রজ্ঞরা বলছেন, অষ্টমীর দিন যদি রুপোর কোনও জিনিস কেনেন, তাহলে তা খুবই লাভদায়ী হবে। মনে করা হয, এতে জীবনে আসে সৌভাগ্য। আর্থিক উন্নতিতে ময়ূরের পালক দুর্গাপুজোর অষ্টমীতে ঘরে আনলে তা আর্থিক উন্নতির রাস্তা তৈরি করে দেয়। ময়ূরের পালক ঘরে রাখার ফলে আর্থিক সমস্যা দূর হবে। সঙ্গে আপনার ধনলাভও হবে।
advertisement
আরও পড়ুন: দুর্গাপুজো নয়, রীতি মেনে এখানে চারদিন ধরে হয় ধনলক্ষ্মীর পুজো! গ্রামবাসীদের অনন্য বিশ্বাস
বাস্তু মতে, চন্দন কাঠকে শুভ বলে মনে করা হয়। বলা হয়, যেখানে চন্দন থাকে, সেখানে সুখ বিরাজ করে। তাই দুর্গা অষ্টমীর দিন ঘরে আনুন চন্দন কাঠ। আপনার রয়েছে আর্থিক উন্নতির সম্ভাবনা। দুর্গাষ্টমীর আগে বা ওই তিথিতে অবশ্যই আনুন চন্দন। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)