এই প্রশ্ন আমাদের ভাবায় বৈকি। জ্যোতিষশাস্ত্র আপনাদের সাহায্য করতে পারে এ ক্ষেত্রেও। বাস্তু মেনে এমন কয়েকটি উপহারের খোঁজ নিয়ে থাকল, যা অশুভ শক্তিকে দূরে সরিয়ে জীবন মঙ্গলময় করে তুলবে। দীপাবলিতে প্রিয়জনকে কোনও কাপড় উপহার দিতে পারেন। বিশেষ করে বেডশিট, তোয়ালে উপহার দেওয়া বাস্তুমতে ভাল। এই ধরনের উপহার সম্পর্ককে আরও মজবুত করে।
advertisement
আরও পড়ুন: ‘মণীষা কৈরালা প্রয়াত’, মহেশ ভাটের লেখায় তোলপাড় বলিউড! অবিশ্বাস্য এক কাহিনি
ছোট ছোট ছেলেমেয়েরা আজকার অতিরিক্ত গ্যাজেট-প্রেমী হয়ে উঠেছে। স্মার্টফোন, ট্যাবলেটে মুখ গুঁজে ঘণ্টার পর ঘণ্টা কাটিয়ে দেয়। ফলে হারিয়ে যাচ্ছে সবার সঙ্গে মেলামেশার অভ্যাস। এই প্রবণতা ঠেকাতে বাচ্চাদের বই উপহার দিতে পারেন। স্মার্টফোনের স্ক্রিন থেকে চোখ সরিয়ে বইয়ের পাতায় নিজের অন্য জীবন খুঁজে নিতে পারবে পরবর্তী প্রজন্ম।
আরও পড়ুন: ‘এটা কি জন্মদিনের উপহার?’ ইডির জন্য কাল বড় পরিকল্পনা অভিষেকের! জানিয়ে দিলেন শশী
কারোর সঙ্গে সম্পর্ক অনেক দিন ধরেই খুব একটা ভাল নেই? এই দীপাবলিতেই পুরনো বিবাদ ভুলে তাঁকে আরও কাছে নিয়ে আসুন। সুন্দর করে সাজানো একটা ফুলের বোকে উপহার দিন। তবে কৃত্রিম নয়, টাটকা তাজা ফুল উপহার হিসেবে বাস্তুশাস্ত্রে অত্যন্ত মঙ্গলময়। পুত্রবধূকে উপহার দিন সিঁদুর, সিঁদুরোর কৌটো। সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)