বৈদ্যনাথধামের জ্যোতিষাচার্য পন্ডিত নন্দকিশোর মুদগল নিউজ18-কে জানান, আর্দ্রা নক্ষত্র শুধুমাত্র কৃষকের চাষের জন্য ভাল ফল নিয়ে আসে। হৃষীকেশ পঞ্জিকা অনুসারে, চলতি বছর ২২ জুন রাত ১টা বেজে ৪৮ মিনিটে আর্দ্রা নক্ষত্রে প্রবেশ করছেন সূর্য। এই সময়টি বীজ বপনের জন্য সবচেয়ে উপযুক্ত বলে মনে করা হয়। চন্দ্র যোগের কারণে কিছু জায়গায় শুধু আকাশ মেঘলা থাকবে এবং অন্য জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে।
advertisement
আরও পড়ুন– দেখুন তো, ছবিটিতে প্রথমে কাকে দেখছেন? এর মাধ্যমেই জানা যাবে আপনার মস্তিষ্কের বয়স
জ্যোতিষাচার্য বলেছেন, বৃহস্পতি দ্বাদশ ঘরে তাঁর নিজস্ব রাশিতে অবস্থান করছেন। সেই কারণে দেশের পূর্বাঞ্চলে স্বাভাবিক বৃষ্টিপাত হবে। বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, অসম, ওড়িশাতে ফসলও ভাল হবে। যদিও মধ্যপ্রদেশ-সহ দেশের উত্তরাঞ্চলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে। ঝাড়খণ্ড মেঘলা থাকবে। সেই সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছেন তিনি। অন্য দিকে, আর্দ্রা নক্ষত্র প্রবেশের সঙ্গে সঙ্গেই ৩ দিন জমি কর্ষণ নিষিদ্ধ হয়।
পুত্রলাভের আশায় যাঁরা রয়েছেন তাঁরা এই সময় কিছু আচার পালন করতে পারেন। ভারতীয় জ্যোতিষ ও হিন্দুশাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় সূর্য যেদিন আর্দ্রা নক্ষত্রে প্রবেশ করবেন, সেই দিন পুত্র কামনায় কামাখ্যা মাতার পূজা করলে ফল পাওয়া যায়। সেই দিন মা কামাখ্যার দর্শন করতে হবে।
মাতা কামাখ্যাকে যাঁরা পূজা করবেন, দর্শন করবেন এবং স্পর্শ করবেন তাঁরা দেবীর কৃপা লাভ করবেন। মোক্ষ লাভও সম্ভব হবে। পূরণ হবে সমস্ত মনের ইচ্ছা।