পুরাণ মতে, দুর্গার এই জন্মকথার সঙ্গে জড়িয়ে রয়েছে মহিষাসুর, মতান্তরে দুর্গমাসুরের নাম। এই অসুর দেবতাদের স্বর্গলোক থেকে বিতাড়িত করলে তার অত্যাচার থেকে সৃষ্টিকে রক্ষার জন্য দেবতারা শরণাপন্ন হয়েছিলেন ত্রিমূর্তি অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু এবং শিবের। অতঃ পর এই তিন মহাশক্তি এবং অন্য দেবতাদের সম্মিলিত তেজোরাশি থেকে কাত্যায়ন ঋষির আশ্রমে আবির্ভূতা হয়েছিলেন দেবী, দুর্গমাসুরকে বধ করেছিলেন বলেই তাঁর নাম দুর্গা, কাত্যায়নের আশ্রমে জন্ম বলে তাঁর আরেক নাম কাত্যায়নী।
advertisement
১৭ জুলাই ভোর ৪টে ৩৪ মিনিট থেকে শুরু হচ্ছে অষ্টমী তিথি, থাকবে ১৮ জুলাই রাত ২টো ৪১ মিনিট পর্যন্ত। তাই ব্রত উদযাপিত হবে ১৭ জুলাই। দেখে নেওয়া যাক কী ভাবে তা উদযাপন করতে হবে।
১. সকালে স্নান সেরে শুদ্ধ হয়ে নিতে হবে।
২. এর পর দেবী দুর্গার ছবির সামনে একটি বড় প্রদীপ জ্বেলে দিতে হবে যাতে তা পুরো অষ্টমী তিথি জ্বলতে থাকে।
৩. দেবীকে নিবেদন করতে হবে গোলাপি বা লাল ফুল, কলা, নারকেল, মিষ্টান্ন।
৪. এই ব্রত উদযাপনের দিন বাড়ি থেকে কোথাও বেরোনো যাবে না।
৫. সম্ভব হলে নির্জলা উপবাস, অন্যথায় ফল খেয়ে থাকতে হবে।
৬. এই তিথিতে শ্রীশ্রীচণ্ডী পাঠ এবং শ্রবণ বিশেষ ফলদায়ক।