TRENDING:

Daily Horoscopes: ওরাকল স্পিকস ৫ জানুয়ারি: দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!

Last Updated:

Oracle Speaks Daily Horoscope: জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ইংরেজি শব্দ ওরাকলের অর্থ হল ভবিষ্যদ্বাণী। সাধারণত বিশ্বাস করা হয় যে কোনও প্রিস্ট বা প্রিস্টেসের মাধ্যমে মানুষের ভাগ্যের এই রহস্য উন্মোচন করেন স্বয়ং ঈশ্বর! এক্ষেত্রে আমাদের সহায় হয়েছেন সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর (Citaaraa- The Wellness Studio) বিশেষজ্ঞা পূজা চন্দ্র (Pooja Chandra)। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে (Daily Horoscopes)!
Representative Image
Representative Image
advertisement

মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯

লক্ষ্য ধরে এগোতে হবে, পরিস্থিতিও পরীক্ষা নেবে। খেলাধুলো বা যে কোনও ধরনের প্রশিক্ষণের জন্য দিনটি ভালো।

লাকি সাইন - পরিষ্কার আকাশ

বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০

যেটা নিজের জন্য নয় সেটা ছেড়ে দেওয়াই ভালো। ইন্টারভিউয়ের জন্য নিজেকে তৈরি রাখতে হবে। স্বাস্থ্যের দিকে মন দেওয়ার প্রয়োজন রয়েছে।

advertisement

লাকি সাইন - অর্কিড

আরও পড়ুন-রাশিফল ৫ জানুয়ারি; দেখে নিন কেমন যাবে আজকের দিন

মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০

প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি হতে পারে। নিজেকে সমাজে অবদানের যোগ্য মনে হবে।

লাকি সাইন- একটি ডাইস

কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২

ঘুমের প্যাটার্নে উল্লেখযোগ্য পরিবর্তন নজরে আসবে। পুরনো পরিচিতের থেকে মেসেজ পাওয়ার সম্ভাবনা রয়েছে। কার্যক্ষেত্রে মতান্তর হতে পারে।

advertisement

লাকি সাইন- নীল রঙের বাস

সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২

নিজের কঠোর ইমেজ বদলাতে আরও বেশি করে সামাজিক হতে হবে। কারও ঈর্ষার কারণে ক্ষতি হতে পারে।

লাকি সাইন- একটি বাস্কেটবল

কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২

নিজেকে প্রকাশ করার জন্য আদর্শ সময়। অধ্যাত্মিক ভ্রমণের সুযোগ রয়েছে। ঘনিষ্ঠ বন্ধু প্রতারণা করতে পারে।

advertisement

লাকি সাইন- কফি মগ

তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২

পেশাদারি থেকে ব্যক্তিগত জীবন আলাদা করতে হবে। আরও ভালো শ্রোতা হতে হবে। আজ একটি ভালো লাঞ্চের অভিজ্ঞতা হতে পারে।

লাকি সাইন- রুপোর বাটি

বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১

ভয় কাটিয়ে উঠে নতুন কিছু শুরু করার আদর্শ সময়। পছন্দের মানুষের কাছে নিজের বক্তব্য পৌঁছে দেওয়ার সময় আসছে।

advertisement

লাকি সাইন– ক্যান্ডি স্টোর

ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১

নাটকীয়একটি দিন। দলগত কাজের জন্য প্রশংসা জুটতে পারে। দুপুরের দিকে স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে।

লাকি সাইন– অ্যাকুয়া ব্লু সোফা

মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯

পরিকল্পনার পরিবর্তনে বিশৃঙ্খলা তৈরি হতে পারে। বেশ কিছু বিষয়ে মনোযোগ দেওয়া দরকার।

লাকি সাইন– পছন্দের মিষ্টি

কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮

চাহিদা অনুযায়ী কাজ পূরণ নাও হতে পারে। তাড়াতাড়ি কাজে শেষে বিশ্রাম নেওয়ার দিন।

লাকি সাইন– একটি লাল মোবাইলের কভার

মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০

সামর্থ্য অনুযায়ী কাজ করতে হবে। দ্রুত ফলাফল মিলবে। কাজের শিডিউল তৈরি করার জন্য আদর্শ সময়।

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

লাকি সাইন- একটি তামার পাত্র

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Daily Horoscopes: ওরাকল স্পিকস ৫ জানুয়ারি: দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল