TRENDING:

Daily Horoscope: রাশিফল ২৪ নভেম্বর: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

Last Updated:

Daily Horoscope By Chirag Daruwalla: এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, দেখে নেওয়া যাক রাশি মিলিয়ে কার ভাগ্য সম্পর্কে কী বলছেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: গণনা তাঁর অভ্রান্ত, সাধারণ নাগরিক থেকে শুরু করে তারকা, সবার ভরসার জায়গা তিনি। এবার নিউজ18 বাংলার জন্য কলম ধরলেন প্রখ্যাত দূরদর্শী জ্যোতিষী চিরাগ দারুওয়ালা, দেখে নেওয়া যাক রাশি মিলিয়ে কার ভাগ্য সম্পর্কে কী বলছেন তিনি।
দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
advertisement

মেষ রাশি:

শ্রী গণেশ বলছেন, এই দিন প্রতিটি কাজে প্রয়োজনের তুলনায় বেশি মনোযোগ দেবেন। নিজের বিষয়ে বিভ্রান্তি তৈরি হতে পারে। আবার অতিরিক্ত আত্মবিশ্বাসও কিন্তু ক্ষতিকর হতে পারে। এদিন ব্যবসায় প্রতিটি বিষয়কে স্বাভাবিক ভাবেই ঘটতে দিতে হবে। তবে সহকর্মীদের কাজে নাক না গলানোই ভাল। ব্যবসায় এই সময় নতুন কোনও এক্সপেরিমেন্ট না করাই ভাল। নাহলে ক্ষতির সম্মুখীন হতে পারেন। শারীরিক অবস্থার উন্নতি-অবনতি হতে পারে। হাত এবং পা দুর্বল হতে পারে। ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলাই ভাল। পরিবারের সদস্যদের জন্য সময় বার করতে হবে। এতে বাড়িতে শান্তির পরিবেশ বজায় থাকবে।

advertisement

শুভ রঙ: বাদামী

শুভ সংখ্যা: ১১

বৃষ রাশি:

শ্রী গণেশ বলছেন যে, এই সময় পথে কিছু বাধা আসতে পারে। কারও জন্য ভাল কিছু করলেও বিনিময়ে খারাপটা পেতে পারেন। না জিজ্ঞাসা করে কাউকে পরামর্শ দেওয়া উচিত নয়। এমনকী কারও ব্যক্তিগত বিষয়ে নাক গলানো চলবে না। নাহলে সম্মানহানি ঘটার আশঙ্কা রয়েছে। দিনের বেশিরভাগ সময়টাই বাড়িতে জটিল পরিস্থিতির কারণে অন্যমনস্ক থাকতে পারেন। ভাল-মন্দের বিবেচনা করতে হবে। ব্যবসায় ব্যর্থতা আসতে পারে, তবুও অনৈতিক ভাবে টাকা আয়ের পিছনে ছুটতে পারেন। এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে। ধৈর্য ধরে খরচ করতে হবে।

advertisement

শুভ রঙ: পার্পল

শুভ সংখ্যা: ৪

মিথুন রাশি:

শ্রী গণেশ বলছেন, এই সময় উন্নতির মুখ দেখতে পারেন। কার্যক্ষেত্রে অনুকূল এবং সহায়ক পরিবেশ পাওয়ার ফলে কাজে সফল হতে পারবেন এবং ফলস্বরূপ আর্থিক লাভ পাবেন। এই সময় কেউ যদি সাহায্যের আশা নিয়েও আপনার কাছে আসেন, তাঁকে খালি হাতেই ফিরতে হবে। কাজের পাশাপাশি জীবপ্রেমের দিকেও নজর দিতে হবে। সামাজিক কাজে কম সময় দিতে সক্ষম হবেন, তবে আর্থিক সহায়তা প্রদানের ফলে মান-সম্মান বৃদ্ধি পাবে। প্রতিদ্বন্দ্বীরা আপনার সামনে দাঁড়াতেই পারবেন না। বাড়িতে আপনার সিদ্ধান্তকে সকলেই সম্মান জানাবেন। পরিবারের সদস্যদের আপনাকে প্রয়োজন রয়েছে।

advertisement

শুভ রঙ: সবুজ

শুভ সংখ্যা: ১০

কর্কট রাশি:

শ্রী গণেশ বলছেন, পেশাগত জীবনে সময়টা খুবই ভাল যাবে। প্রচুর প্রয়াসের পরেই সমস্ত কাজে সাফল্য অর্জন করতে পারবেন। তাই সবথেকে গুরুত্বপূর্ণ কাজগুলি এখন স্থগিত রাখাই শ্রেয়। ভাল বৈবাহিক প্রস্তাব আসতে পারে। আয়ের তুলনায় ব্যয় বেশি হবে। কিন্তু টাকা শুধুমাত্র গুরুত্বপূর্ণ কাজেই ব্যয় করা আবশ্যক। অদূর ভবিষ্যতে লাভজনক চুক্তি হবে আর এতে আর্থিক লাভ হতে পারে। পরিবারের একটি সদস্যের কারণে কিছু সময়ের জন্য ঘরোয়া পরিস্থিতি বেশ টালমাটাল থাকবে। গুরুজনদের অসন্তুষ্টির সম্মুখীন হতে পারেন।

advertisement

শুভ রঙ: কমলা

শুভ সংখ্যা: ৫

সিংহ রাশি:

শ্রী গণেশ বলেন যে, এই সময় মনে কৌতূক থাকবে। কোনও একটা সিদ্ধান্তে মনোনিবেশ না করতে পারলে লাভজনক সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। কাউকে সহজে বিশ্বাস করা উচিত নয়। তবে পরিবারের সদস্যদের সন্দেহ করলে ঘরের পরিবেশ নষ্ট হয়ে যেতে পারে। পুজোয় ভক্তি থাকবে, তবু মনে একাগ্রতা না-ও থাকতে পারে। কাজের গাফিলতির কারণে চাকরিজীবীরা অপমানের সম্মুখীন হতে পারেন। কাজ টিকিয়ে রাখার জন্য যথেষ্ট আর্থিক লাভ অর্জন করতে হবে। পরিবারের সদস্যদের সন্তুষ্ট করতে সক্ষম হবেন।

শুভ রঙ: নীল

শুভ সংখ্যা: ৩

কন্যা রাশি:

শ্রী গণেশ বলছেন যে, নিজস্ব ভুলের জেরে কোনও ক্ষতি হতে পারে। নিজের সিদ্ধান্তে আটকে না থাকতে পারার কারণে পরিবারের কাছে অথবা জনসমক্ষে সমালোচিত হতে পারেন। এমনকী কাজের জায়গাতেও বেশিরভাগ সময়টা কেটে যাবে কাজ গোছাতে গিয়েই। টাকা আয়ের জন্য প্রচুর পরিশ্রম হতে পারে। তবুও সেটা যে খুব কাজে আসবে, তা বলা যায় না। এই সময় কাজ সম্প্রসারণ অথবা বিনিয়োগ করা চলবে না। সম্ভব হলে ভ্রমণ এড়িয়ে চলতে হবে। গাড়ি চালানোর সময় সাবধান। কারণ চোট লাগার ঝুঁকি থাকতে পারে। চাহিদা পূরণে বিলম্বের কারণে পরিবারে বিরোধ হবে।

শুভ রঙ: ম্যাজেন্টা

শুভ সংখ্যা: ৬

তুলা রাশি:

শ্রী গণেশ বলছেন, এই সময় সম্পদের সঙ্গে সম্মানও পাবেন। সমাজের সম্মানীয় ব্যক্তিদের সঙ্গে পরিচয় বৃদ্ধি হবে এবং ভবিষ্যতে এর থেকে উপকৃত হতে পারবেন। মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে হবে। কাজ এবং ব্যবসায় আকস্মিক ভাবে উন্নতি আসবে। ফলে আর্থিক পরিস্থিতিরও উন্নতি হবে। এই সময় পার্থিব কাজে আগ্রহী হতে পারেন। মনোরঞ্জনের সমস্ত সুযোগ আসবে। প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে। অবিবাহিতদের জন্য উপযুক্ত সম্বন্ধ আসতে পারে। এই সময় যে কাজের চেষ্টাই করা হোক না কেন, এখন কিংবা পরে অবশ্যই সেই কাজে সফল হবেন।

শুভ রঙ: ধূসর

শুভ সংখ্যা: ৯

বৃশ্চিক রাশি:

শ্রী গণেশ বলছেন যে, সময়টা শান্তিপূর্ণই থাকবে। অতিরিক্ত চাপের কারণে কাজের শুরুতে নার্ভাস হয়ে পড়তে পারেন। কিন্তু কঠোর পরিশ্রমের পরে সাফল্য লাভ করতে সক্ষম হবেন। ব্যবসায়ীরা এই সময় সরকারি সাহায্য় পেতে পারেন। অন্য সরকারি কাজও সহজেই সম্পন্ন হবে। আর্থিক লেনদেন মসৃণ ভাবেই হবে। ফলে এই সংক্রান্ত বিষয়ে আপনার ভাবমূর্তিও সৎ থাকবে। ঘরোয়া পরিবেশে ছোটখাটো বিবাদের মুখেও পারস্পরিক ঐক্য বজায় থাকবে। এখন কারও দ্বারা বিভ্রান্ত হওয়া চলবে না।

শুভ রঙ: নেভি ব্লু

শুভ সংখ্যা: ৭

ধনু রাশি:

শ্রী গণেশ বলছেন, এই রাশির জাতক-জাতিকার মাধ্যমে নতুন চেতনা জাগ্রত হবে। ধর্মীয় কাজের প্রচারে আগ্রহ তৈরি হতে পারে। এমনকী তীর্থস্থানে ভ্রমণের পরিকল্পনাও করতে পারেন। ব্যবসায় কিছু সমস্যার পরে স্থায়ী আয় করতে সক্ষম হবেন। কিন্তু এই সময় সহকর্মীদের প্রতি ইতিবাচক থাকা আবশ্যক। নাহলে মতভেদ দেখা দিতে পারে। পরিবারের সদস্যরা নিজেদের ইচ্ছা পূরণের দাবি জানাবেন। যার জন্য অর্থ ব্যয় হতে পারে। দূর-দূরান্তে যাতায়াতের পথে আগত বাধার সমাধান হবে।

শুভ রঙ: সোনালি

শুভ সংখ্যা: ২

মকর রাশি:

শ্রী গণেশ বলছেন, এই সময় স্বাস্থ্যের অবনতি হতে পারে। যা রোজকার রুটিনে প্রভাব ফেলতে পারে। বাধ্য হয়েই বেশিরভাগ কাজ করতে হবে। কাজের ভুল কিংবা চুক্তি বাতিল হওয়ার জেরে ব্যবসায়ীরা হতাশ হতে পারেন। সরকারি এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়তে পারেন; যতটা সম্ভব সেগুলো এড়িয়ে চলতে হবে। কোনও কিছু না ভেবে কাউকে বিশ্বাস করা উচিত নয়। কারণ অচেনা ব্যক্তির দ্বারা প্রতারিত হতে পারেন। বিয়ের জন্য অর্থ ব্যয় করার পরেও শান্তি প্রতিষ্ঠা করতে ব্যর্থ হতে পারেন।

শুভ রঙ: রুপোলি

শুভ সংখ্যা: ৮

কুম্ভ রাশি:

শ্রী গণেশ বলছেন, মনে আনন্দ রেখেই ব্যয় করতে পারেন। যে কোনও ইচ্ছা বা পরিকল্পনায় সাফল্য পাওয়ার সুখ সারা জীবন থাকবে। শরীর খারাপ হতে পারে। শ্বাসজনিত সমস্যা বাড়তে পারে। কার্যক্ষেত্রে প্রত্যাশার তুলনায় বেশি লাভ অর্জন করতে পারবেন। ভ্রমণে যাওয়ার চিন্তাভাবনা করতে পারেন। যার ফলে ক্লান্তিবোধ হতে পারে। তবে এর তুলনায় উত্তেজনা আনন্দ থাকবে বেশি। প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কে ঈর্ষা আসতে পারে। যে কোনও কারও থেকে সাহায্য পেতে সক্ষম হবেন। কিন্তু কাউকে সাহায্য করার ইচ্ছা থাকবে না। পরিবারের সদস্যরা আপনার কথা শুনবেন।

শুভ রঙ: অলিভ

শুভ সংখ্যা: ১২

মীন রাশি:

শ্রী গণেশ বলছেন, এই সময় ব্য়য়ের সঙ্গে সঙ্গে আয়ও হবে। ব্যবসায়ীরা সম্পর্কের তুলনায় অর্থকে বেশি গুরুত্ব দিতে পারেন। প্রয়োজনের তুলনায় আর্থিক লাভ বেশি হবে। তবে সম্পর্কে তিক্ততা বাড়বে। বাড়ির তুলনায় বাইরের মানুষ আপনাকে বেশি ভরসা করবে। কিন্তু তবে কর্মসংস্থান সংক্রান্ত কাজ নিজের শক্তিতেই করতে হবে। মহিলারা এই সময় আরও ব্যয় করবেন, এর ফলে পরিবারের বাজেট প্রভাবিত হতে পারে। দীর্ঘস্থায়ী অসুস্থতার জেরে বাড়ির গুরুজনদের মধ্যে অস্থিরতা থাকবে। আত্মতৃপ্তির অভাববোধ করতে পারেন।

শুভ রঙ: সাদা

শুভ সংখ্যা: ১

চিরাগ দারুওয়ালা (Chirag Daruwalla):

প্রথম সারির সেলিব্রিটি জ্যোতিষী চিরাগ দারুওয়ালা ভারতের বিখ্যাত জ্যোতিষীদের মধ্যে অন্যতম। তিনি শ্রীবেজান দারুওয়ালার পুত্র। ভবিষ্যৎ আপনার জন্য কী নির্ধারণ করে রেখেছে, সেটা জানার আগ্রহ থাকলে চিরাগ দারুওয়ালার পরামর্শ নেওয়া যেতে পারে। তাতে সঠিক গাইডেন্স পাওয়া যাবে। জ্যোতিষশাস্ত্র, সংখ্যাতত্ত্ব, বাস্তুশাস্ত্র, হস্তরেখাবিদ্যা প্রভৃতি বিষয়ে তাঁর অভিজ্ঞতা আঠেরো বছরেরও বেশি। চিরাগ দারুওয়ালা তাঁরা বাবা জ্যোতিষী বেজান দারুওয়ালার পরম্পরাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাঁর ChiragDaruwalla.com -এ আসার জন্য আমন্ত্রণও জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জীবন সংক্রান্ত বিষয়ে পরামর্শ চাইলে চিরাগ দারুওয়ালার সঙ্গে এই নম্বরে +91 8141566266 অথবা info@chiragdaruwalla.com-এ যোগাযোগ করতে পারেন। খোলামেলা মস্তিষ্ক এবং বড় মন গ্রহণ করে চিরাগ দারুওয়ালা জ্যোতিষশাস্ত্র এবং জীবনে সময়ের গুরুত্বের উপর জোর দিয়ে থাকেন। এমনকী মার্কিন যুক্তরাষ্ট্রেও বিখ্যাত জ্যোতিষী হিসেবে পরিচিতি লাভ করেছেন তিনি।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Daily Horoscope: রাশিফল ২৪ নভেম্বর: দেখে নিন আপনার আজকের দিন নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল