চন্দ্রগ্রহণ ২০২৪: জ্যোতিষ সংক্রান্ত ৫টি টিপস
১. চন্দ্রগ্রহণের সময় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে প্রমাণিত হতে পারে।
২. চন্দ্রগ্রহণের দিনে নিজের রাশি অনুযায়ী শুভ রং পরাও জাতক-জাতিকার জন্য উপকারী হতে পারে।
advertisement
৩. চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পরে স্নান করতে হবে। আর এরপর দানধ্যান করা উচিত। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে, শুধুমাত্র চন্দ্র সম্পর্কিত সামগ্রীই দান করা উচিত।
৪. চন্দ্রগ্রহণের খারাপ প্রভাব কমানোর জন্য ধ্যান এবং যোগাভ্যাস অনুশীলন করা যেতে পারে।
৫. চাঁদ হল মনের কারক। পূর্ণিমার দিনে ঘটে যাওয়া চন্দ্রগ্রহণ জাতক-জাতিকার মনকে প্রভাবিত করতে পারে। সেই কারণে একটি ইতিবাচক মনোভাব বজায় রাখা উচিত এবং নিজের লক্ষ্যগুলির প্রতি আরও বেশি করে মনোনিবেশ করতে হবে।
২০২৪ সালের প্রথম চন্দ্রগ্রহণ কখন ঘটবে?
চলতি বছর প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী ২৫ মার্চ, ২০২৪ তারিখে। চন্দ্রগ্রহণের উপচ্ছায়া সবার প্রথমে স্পর্শ করবে সকাল ১০টা ২৪ মিনিটে। আর শেষ স্পর্শ হবে দুপুর ৩টে ০১ মিনিটে। চন্দ্রগ্রহণের পরম গ্রাস হবে দুপুর ১২টা ৪৩ মিনিটে। ওই দিন চন্দ্রোদয় হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে।
ফাল্গুন পূর্ণিমায় চন্দ্রগ্রহণ:
ফাল্গুন পূর্ণিমা তিথিতে হতে চলেছে চন্দ্রগ্রহণ। আবার রঙের উৎসব হোলিও সেই দিনই পালিত হবে। ভদ্রা রহিত ফাল্গুন পূর্ণিমা তিথিতে প্রদোষ কালের সময় হোলিকা দহন করা হয়। আর তার পরের দিন হোলি পালিত হয়। এবার হোলিকা দহন পড়েছে আগামী ২৪ মার্চ এবং হোলি পড়েছে আগামী ২৫ মার্চ, ২০২৪ তারিখে। পঞ্চাঙ্গ অনুসারে, ফাল্গুন পূর্ণিমা তিথি থাকছে আগামী ২৪ মার্চ সকাল ৯টা ৫৪ মিনিট থেকে আগামী ২৫ মার্চ দুপুর ১২টা ২৯ মিনিট পর্যন্ত।
