TRENDING:

ফাল্গুন পূর্ণিমায় ঘটতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ; দোষ-ত্রুটি এড়াতে কী কী করণীয়? পরামর্শ দিচ্ছেন জ্যোতিষী পণ্ডিত

Last Updated:

চন্দ্রগ্রহণ রাশিচক্রের সমস্ত রাশি বা ১২টি রাশিকেই প্রভাবিত করে। তবে রাশিতে চন্দ্রদোষ থাকলে বা চন্দ্র দুর্বল হলে জ্যোতিষশাস্ত্রীয় কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: চলতি বছর অর্থাৎ ২০২৪ সালের প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে ফাল্গুন পূর্ণিমা তিথিতে। তবে ভারতে মূলত এটা উপচ্ছায়া চন্দ্রগ্রহণ হবে। যখনই কোনও চন্দ্রগ্রহণ হয়, তার সূতককাল প্রায় ৯ ঘণ্টা আগে শুরু হয়। তবে সূর্যগ্রহণের ক্ষেত্রে সূতককাল প্রায় ১২ ঘণ্টা আগে শুরু হয়। আর এই সূতককালে কোনও রকম শুভ কাজ করা যায় না এবং অনেক ধরনের কাজ এই সময়টায় করতে বারণ করা হয়। চন্দ্রগ্রহণ রাশিচক্রের সমস্ত রাশি বা ১২টি রাশিকেই প্রভাবিত করে। তবে রাশিতে চন্দ্রদোষ থাকলে বা চন্দ্র দুর্বল হলে জ্যোতিষশাস্ত্রীয় কিছু ব্যবস্থা গ্রহণ করা উচিত। গুরুগ্রামের জ্যোতিষী নরেন্দ্র জুনেজার কাছ থেকে জেনে নেওয়া যাক, চন্দ্রগ্রহণের প্রভাব দূর করার সমাধান কী কী?
advertisement

চন্দ্রগ্রহণ ২০২৪: জ্যোতিষ সংক্রান্ত ৫টি টিপস

১. চন্দ্রগ্রহণের সময় মন্ত্র জপ করা অত্যন্ত শুভ বলে প্রমাণিত হতে পারে।

২. চন্দ্রগ্রহণের দিনে নিজের রাশি অনুযায়ী শুভ রং পরাও জাতক-জাতিকার জন্য উপকারী হতে পারে।

আরও পড়ুন– ‘দয়া করে পাশ করিয়ে দিন, নাহলে বিয়ে দিয়ে দেওয়া হবে’, কাতর আর্জি ছাত্রীর; পরীক্ষার খাতা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

advertisement

৩. চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পরে স্নান করতে হবে। আর এরপর দানধ্যান করা উচিত। তবে এক্ষেত্রে মাথায় রাখতে হবে যে, শুধুমাত্র চন্দ্র সম্পর্কিত সামগ্রীই দান করা উচিত।

৪. চন্দ্রগ্রহণের খারাপ প্রভাব কমানোর জন্য ধ্যান এবং যোগাভ্যাস অনুশীলন করা যেতে পারে।

আরও পড়ুন– মেয়ের বিয়েতে পাঁচ লক্ষ টাকা যৌতুক; এর পর যা করলেন বরের বাবা… সেই ঘটনার চর্চাই এখন সারা দেশে!

advertisement

৫. চাঁদ হল মনের কারক। পূর্ণিমার দিনে ঘটে যাওয়া চন্দ্রগ্রহণ জাতক-জাতিকার মনকে প্রভাবিত করতে পারে। সেই কারণে একটি ইতিবাচক মনোভাব বজায় রাখা উচিত এবং নিজের লক্ষ্যগুলির প্রতি আরও বেশি করে মনোনিবেশ করতে হবে।

২০২৪ সালের প্রথম চন্দ্রগ্রহণ কখন ঘটবে?

চলতি বছর প্রথম চন্দ্রগ্রহণ হতে চলেছে আগামী ২৫ মার্চ, ২০২৪ তারিখে। চন্দ্রগ্রহণের উপচ্ছায়া সবার প্রথমে স্পর্শ করবে সকাল ১০টা ২৪ মিনিটে। আর শেষ স্পর্শ হবে দুপুর ৩টে ০১ মিনিটে। চন্দ্রগ্রহণের পরম গ্রাস হবে দুপুর ১২টা ৪৩ মিনিটে। ওই দিন চন্দ্রোদয় হবে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে।

advertisement

ফাল্গুন পূর্ণিমায় চন্দ্রগ্রহণ:

সেরা ভিডিও

আরও দেখুন
রবি ফসল চাষে আরও বাড়বে লাভ! শুধু মানতে হবে বিশেষজ্ঞের 'এই' কয়েকটি টিপস
আরও দেখুন

ফাল্গুন পূর্ণিমা তিথিতে হতে চলেছে চন্দ্রগ্রহণ। আবার রঙের উৎসব হোলিও সেই দিনই পালিত হবে। ভদ্রা রহিত ফাল্গুন পূর্ণিমা তিথিতে প্রদোষ কালের সময় হোলিকা দহন করা হয়। আর তার পরের দিন হোলি পালিত হয়। এবার হোলিকা দহন পড়েছে আগামী ২৪ মার্চ এবং হোলি পড়েছে আগামী ২৫ মার্চ, ২০২৪ তারিখে। পঞ্চাঙ্গ অনুসারে, ফাল্গুন পূর্ণিমা তিথি থাকছে আগামী ২৪ মার্চ সকাল ৯টা ৫৪ মিনিট থেকে আগামী ২৫ মার্চ দুপুর ১২টা ২৯ মিনিট পর্যন্ত।

advertisement

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
ফাল্গুন পূর্ণিমায় ঘটতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ; দোষ-ত্রুটি এড়াতে কী কী করণীয়? পরামর্শ দিচ্ছেন জ্যোতিষী পণ্ডিত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল