ধন-সম্পদ:
শ্রীগণেশ বলছেন, আর্থিক দিক থেকে বছরটা স্বাভাবিকের তুলনায় ভাল হবে। যদিও বছরের শুরুতে কাজ ধীর গতিতে চলবে। কিন্তু নিজের খরচের উপর নিয়ন্ত্রণ বজায় রাখা সম্ভব হতে পারে। এপ্রিলের শেষ ভাগে কিছু পরিবর্তন আসতে পারে। সরকারি সেক্টর থেকে ভাল আর্থিক সুবিধা লাভ করতে পারবেন। সারা বছর ধরে আর্থিক ব্যয় নিয়ন্ত্রণ করা অত্যন্ত জরুরি। নিজের ব্যয় নিয়ন্ত্রণ করলে আর্থিক পরিস্থিতির ক্ষেত্রে উপকারিতা লাভ করা যাবে।
advertisement
আরও পড়ুন– মিথুন রাশি; দেখে নিন চলতি বছরে আপনার রাশিফল নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
প্রেম-বিবাহ:
শ্রীগণেশ বলছেন, পারিবারিক জীবনে নানা কিছুর সম্মুখীন হতে পারেন। এর জেরে পরিবারে সুখের অভাব হতে পারে। পরিবারের কাছ থেকে সমর্থন পেতে সমস্যা হতে পারে। এতে ব্যক্তিগত জীবনে চাপ অনুভূত হতে পারে। অতিরিক্ত কাজের জেরে পরিবারের থেকে দূরত্ব বজায় রাখতে হতে পারে। বছরের শেষে চলমান কোনও উদ্বেগ সম্পূর্ণ ভাবে কেটে যেতে পারে। চলতি বছরে নববিবাহিতরা কোনও ভাল খবর পেতে পারেন।
ব্যবসা:
শ্রীগণেশ বলছেন, মিশ্র ফল লাভ হবে। এই সময় সমবেত কাজে উৎপাদনশীল এবং উন্নতিশীল হতে পারেন। নিজের প্রয়াসের মাধ্যমে উৎপাদনশীলতা অর্জন করতে পারবেন। চাকরিতে কাজের সুযোগ পেতে পারেন। যে কোনও ক্ষেত্রে কাজ করুন না কেন, তাতে কঠোর পরিশ্রম করে তবেই সাফল্য অর্জন করতে পারবেন। ব্যবসার দিক থেকে বছরের শুরুর দিকটা তেমন অনুকূল হবে না। সাফল্যের জন্য কঠোর পরিশ্রম করতে হবে এবং কাজে মনোনিবেশ করতে হবে। বছরের শেষের দিকে ব্যবসা সফল হবে। এই বছর গ্রহের অবস্থানর কারণে তাঁরা পেশাগত জীবনে গড়পরতা ফল পাবেন। শুধুমাত্র কঠোর পরিশ্রম এবং বাজেটের মাধ্যমেই ব্যবসায় সফল হতে পারবেন।
আরও পড়ুন– বৃষ রাশি; দেখে নিন চলতি বছরে আপনার রাশিফল নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ
শিক্ষা:
শ্রীগণেশ বলছেন, বছরের শুরুতে পড়ুয়ারা বিশেষ জিনিস কিংবা বিশেষ বার্তা পেতে চলেছেন। জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তাঁদের প্রতিযোগিতার মধ্যে দিয়ে যেতে হতে পারে। শিক্ষাক্ষেত্রে বিপত্তির সম্মুখীন হতে পারেন। পড়াশোনার সময় মনোনিবেশ হারালে চলবে না। অথবা কোনও কিছুর জন্য নিজের ঘুম নষ্ট করাও চলবে না। যাঁরা উচ্চশিক্ষার কথা ভাবছেন, তাঁরা এপ্রিল থেকে সম্পূর্ণ মনোনিবেশ করতে পারবেন।
স্বাস্থ্য:
শ্রীগণেশ বলছেন, স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। নিয়মিত যোগাভ্যাস করতে হবে। আর সারা বছর ধরে সীমার মধ্যে থাকতে হবে। তাতে বছরের শেষে স্বাস্থ্য ভাল এবং স্থিতিশীল থাকবে। আর গ্রহের অবস্থানের জেরে ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং চিন্তাভাবনা বজায় থাকবে।
আরও খবর পড়তে ফলো করুন