TRENDING:

Budh Gochar 2022: আগামী ২৪ ঘণ্টায় ভাগ্য খুলে যাবে, বুধের গোচরে কীভাবে সৌভাগ্য আসছে জেনে নিন

Last Updated:

বুধের এই গোচর ৪টি রাশির জাতক-জাতিকাকে অনেক সুখ সুবিধা দেবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: একের পর এক গ্রহের গোচর শুরু হচ্ছে। ডিসেম্বরে একাধিক গ্রহ তাদের রাশি পরিবর্তন করবে। ৩ ডিসেম্বর বুধ গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে ৷ বুধ প্রবেশ করবে ধনু রাশিতে। বুধের এই গোচর ৪টি রাশির জাতক-জাতিকাকে অনেক সুখ সুবিধা দেবে।
আগামী ২৪ ঘণ্টায় ভাগ্য খুলে যাবে, বুধের গোচরে কীভাবে সৌভাগ্য আসছে জেনে নিন
আগামী ২৪ ঘণ্টায় ভাগ্য খুলে যাবে, বুধের গোচরে কীভাবে সৌভাগ্য আসছে জেনে নিন
advertisement

ভারতীয় জ্যোতিষশাস্ত্র অনুসারে বুধ গ্রহ সম্পদ, বুদ্ধিমত্তা, ব্যবসা এবং যোগাযোগের দাতা। এ বছরের শেষে ৩ ডিসেম্বর বুধ রাশি বদলাবেন, ধনু রাশিতে প্রবেশ করবে। শুধু তাই নয়, আগামী কিছু দিনের মধ্যে সূর্যও এই ধনু রাশিতে প্রবেশ করবে। তার ফলে গঠিত হবে বুধাদিত্য যোগ।

ধনু রাশিতে বুধের উপস্থিতি বারোটি রাশির সমস্ত চিহ্নের জীবনযাত্রাকে প্রভাবিত করবে। বুধ ২৯ ডিসেম্বর ২০২২ পর্যন্ত ধনু রাশিতে থাকবে। এই সময়ে, বুধ ৪টি রাশির জাতক-জাতিকাদের জন্য অতীব শুভ ফল দেবে। জেনে নেওয়া যাক বুধের গোচরের ফলে কোন কোন রাশির জাতক-জাতিকারা উপকৃত হবেন—

advertisement

বৃষ: বুধের গমন বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই ভাল ফল দিতে চলেছে। এ সময় অর্থ লাভ হবে। অপ্রত্যাশিত অর্থ পাওয়া যাবে। দাম্পত্য জীবন চমৎকার হবে। সম্পর্ক মজবুত হবে। পরিবারে সুখ থাকবে। যে কোনও বিষয়ে কথা বললে কাজ হবে। সরকারি খাতে সুবিধা পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিয়ে নিশ্চিত করা যেতে পারে এ সময়। পরীক্ষা বা প্রতিযোগিতায় সাফল্য লাভের প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে।

advertisement

আরও পড়ুন- কেতু গোচর; এই সব মানুষের জীবনে আসতে চলেছে রঙিন পরিবর্তন

কর্কট: কর্কট রাশির জন্য বুধের গমন খুবই অনুকূল হবে। এই সময় শিক্ষার্থীরা বড় সাফল্য পেতে পারেন। কর্মজীবনে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থ লাভের যোগ থাকবে। প্রেম জীবন ভাল যাবে। যাঁরা প্রেম বিবাহ করতে চান, তাঁদের ইচ্ছা পূরণ হতে পারে। সন্তান সুখ পাওয়ার সম্ভাবনাও রয়েছে। তবে মনে রাখতে হবে যে কোনও পরিকল্পনা গোপন রেখে কাজ করতে হবে।

advertisement

আরও পড়ুন- ধারাভাষ্য দেওয়ার সময় বুকে অসহ্য যন্ত্রণা ! হাসপাতালে নিয়ে যেতে হল পন্টিংকে

তুলা: বুধের গমন তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য দারুণ শুভ হতে চলেছে। প্রচুর অর্থ লাভ হতে পারে। আর্থিক অবস্থার উন্নতি হবে। সঞ্চয় করাও সম্ভব হবে। অপ্রত্যাশিত অর্থ পাওয়া যাবে। সম্পত্তি সংক্রান্ত বিষয়গুলি সমাধান করা হবে সম্ভব হবে। গাড়ি কেনার স্বপ্ন পূরণ হতে পারে। ভাল তথ্য পাওয়া যাবে। বাকশক্তিতে কাজ হবে। সম্মান বাড়বে। দায়িত্ব বাড়বে।

advertisement

মকর: ডিসেম্বরের শুরুতে বুধের গোচর মকর রাশির জন্য অনেক দিক থেকে সুবিধা দিতে পারে। এই রাশির জাতক-জাতিকাদের আয় বাড়বে। অর্থ উপার্জনের নতুন বিকল্প পাওয়া যাবে। কোনও গুরুত্বপূর্ণ বিষয়ের ফল নিজের পক্ষে আনা সম্ভব হবে। কাজে সাফল্য আসবে। প্রেমের সম্পর্ক মজবুত হবে। ক্ষমতাসীন প্রশাসনের পক্ষ থেকে সাহায্য পাওয়া যাবে। কিছু কাজ সম্পন্ন হলে স্বস্তি বোধ করা যাবে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Budh Gochar 2022: আগামী ২৪ ঘণ্টায় ভাগ্য খুলে যাবে, বুধের গোচরে কীভাবে সৌভাগ্য আসছে জেনে নিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল