TRENDING:

Astro Tips 2024: শনির দশা কাটাতে রোজ অশ্বত্থগাছের নিচে প্রদীপ জ্বালান? চরম ভুল থেকে বাঁচতে জ্যোতিষীর পরামর্শ জানুন

Last Updated:

Astro Tips 2024: অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানোরও নির্দিষ্ট কিছু নিয়ম আছে, যা খুব কম মানুষই জানে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: শনিদেব ন্যায়াধীশ। এমনটাই মনে করা হয়ে থাকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রে। ন্যায়ের হিসেব খুঁটিয়ে দেখেন বলেই অন্যায়টাও তাঁর চোখ এড়িয়ে যায় না। আর তখনই শুরু হয় শনির অশুভ প্রভাব। সাড়ে সাত বছর স্থায়ী হলে তাকে বলা হয় সাড়ে সাতি। আর আড়াই বছর ধরে চললে তা ঢাইয়া নামে অভিধা পায়।
শনির দশা কাটাতে প্রদীপ জ্বালুন
শনির দশা কাটাতে প্রদীপ জ্বালুন
advertisement

অতএব, কেউ শনিদেবের দ্বারা অসুবিধার সম্মুখীন হলে জ্যোতিষীরা শনিদেবকে প্রসন্ন করার নিমিত্ত নানা বিধান দান করে থাকেন। এর মধ্যে অন্যতম হল শনিবার অশ্বত্থ গাছের নিচে একটি প্রদীপ জ্বালানোর পরামর্শ দেওয়া। ছাড়া মানুষ আরও অনেক রকমের দুর্ভাগ্যের প্রতিকারের জন্য অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালায়।

আরও পড়ুন: মানুষ কেন দুঃখের গান শোনে জানেন? চিকিৎসকের যুক্তি অবিশ্বাস্য মনে হবে! জানুন

advertisement

কিন্তু নিয়মানুযায়ী বা সঠিক পদ্ধতিতে কোনও কাজ না করলে তার ফল পাওয়া কঠিন। একইভাবে অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানোরও নির্দিষ্ট কিছু নিয়ম আছে, যা খুব কম মানুষই জানে। দেওঘরের পাগল বাবা আশ্রমে অবস্থিত মুদ্গল জ্যোতিষ কেন্দ্রের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল জানান, সনাতন ধর্মে অশ্বত্থ গাছ পূজনীয়।

আরও পড়ুন: বিশ্বের সেরা আকর্ষণীয় পুরুষ কারা? তালিকায় এল ১০ নাম, চোখ সরানো দায়! হৃত্বিক কত নম্বর?

advertisement

সম্পূর্ণ আচার-অনুষ্ঠান সহকারে এই গাছের পূজা করলে অনেক ধরনের গ্রহ দোষ ও দুর্ভাগ্য দূর হয়। এছাড়াও অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালিয়ে নিবেদন করলে বাড়িতে লক্ষ্মী দেবী অধিবাস করেন এবং গৃহবাসীর সকল মনস্কামনা পূর্ণ হয়। এর জন্য, কিছু বিশেষ নিয়ম মেনে চলা প্রয়োজন, যাতে এটি কারও উপর কোনও বিরূপ প্রভাব না ফেলে।

advertisement

অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানোর নিয়ম সম্পর্কে এবার পণ্ডিতজি কী বলছেন, দেখে নেওয়া যাক এক এক করে।

সময়টি মনে রাখা দরকার: সকাল এবং সন্ধ্যাকে অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানোর জন্য সবচেয়ে শুভ সময় হিসাবে বিবেচনা করা হয়।

পরিক্রমা অবশ্য কর্তব্য: অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানোর পর গাছ সাতবার প্রদক্ষিণ করতে হবে। এতে করে শনিদেব প্রসন্ন হন এবং সকল প্রকার শনি দোষ দূর হয়।

advertisement

প্রতিদিন প্রদীপ জ্বালানো চলবে না: প্রতিদিন অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালানো উচিত নয়। শুধুমাত্র বৃহস্পতি ও শনিবার অশ্বত্থ গাছের নিচে প্রদীপ জ্বালাতে হবে। এতে দেবী লক্ষ্মী প্রসন্ন হন এবং আমাদের সকল ইচ্ছা পূরণ করেন।

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

ঘি নৈব নৈব চ: অশ্বত্থ গাছের নিচে শুধু সরষের তেলের প্রদীপ জ্বালানো উচিত, কেন না এই তেল শনিদেবের অতীব প্রিয়। অশ্বত্থ গাছের নিচে সরষের তেলের প্রদীপ জ্বালালে তবেই একমাত্র অনেক ধরনের গ্রহ দোষ দূর হয়।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Astro Tips 2024: শনির দশা কাটাতে রোজ অশ্বত্থগাছের নিচে প্রদীপ জ্বালান? চরম ভুল থেকে বাঁচতে জ্যোতিষীর পরামর্শ জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল