TRENDING:

Money Mantra: আজ হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে!

Last Updated:

জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: আমাদের দেশের বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে যে আমাদের রাশিচক্রের ১২টি রাশি মানবজীবনের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত বর্ণনা দিতে সক্ষম। প্রত্যেকটি রাশি তাদের প্রতিদিনের গ্রহের ভিন্ন ভিন্ন অবস্থানের কারণে জীবনে ভিন্ন ভিন্ন ঘটনার সম্মুখীন হয়ে থাকে। সেই কারণেই প্রতিটি রাশির জাতক-জাতিকাদের জীবনের বিভিন্ন দিক নিয়ে জ্যোতিষশাস্ত্র ভবিষ্যদ্বাণী করতে সক্ষম। এবারে দেখে নেওয়া যাক রাশিফল আমাদের অর্থভাগ্য নিয়ে কী কী গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছে। জন্মদিন মিলিয়ে বেছে নিতে হবে নিজের রাশি এবং সেই অনুযায়ী আর্থিক পদক্ষেপ কাম্য; জানাচ্ছেন ভূমিকা কালাম!
advertisement

মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।

কাজের প্রতি নিজেকে উৎসর্গ করতে হবে। সহকর্মীদের সঙ্গে বিবাদের জেরে মানসিক শান্তিতে বিঘ্ন ঘটতে পারে।

প্রতিকার - অনুগ্রহ করে গরুকে সবুজ ঘাস অথবা পালং শাক খাওয়ান।

বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।

ভাগ্য পরীক্ষা থেকে বিরত থাকুন। নিজের ভুলগুলোর উপরেও নজর দেওয়া উচিত। জরুরি কোনও বিষয়ে শূন্য থেকে শুরু করতে হতে পারে।

advertisement

প্রতিকার - অনুগ্রহ করে দুর্গা মন্দিরে প্রজ্জ্বলিত ঘিয়ের প্রদীপ নিবেদন করুন।

আরও পড়ুন: State Bank of India-র ফিক্সড ডিপোজিটে বাম্পার সুদ! বিনিয়োগে ব্যাপক রিটার্ন

মিথুন: মে ২১ থেকে জুন ২০।

নতুন এক্সপেরিমেন্ট থেকে সাফল্য আসবে। তবে অন্যদের মতামতও শুনতে হবে। কঠোর পরিশ্রমে ভাল ফল আসবে।

প্রতিকার - অনুগ্রহ করে দরিদ্রদের সাদা জিনিস দান করুন।

advertisement

কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।

নিরাপত্তাহীনতায় ভোগার কারণে অনেকেই নেতিবাচক মনোভাব পোষণ করতে পারেন। জীবনে এগিয়ে যাওয়ার প্রয়োজন অনুভব করবেন।

প্রতিকার - অনুগ্রহ করে পাখিদের খাবার দিন।

সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।

পারিপার্শ্বিক ঝামেলার কারণে মেজাজ হারাতে পারেন। মনকে শান্ত রাখতে হবে। জরুরি কাজ স্থগিত রাখাই ভাল।

প্রতিকার - অনুগ্রহ করে কালো কুকুরকে মিষ্টি কিছু দান করুন।

advertisement

আরও পড়ুন: কৃষকদের জন্য বাম্পার খবর! ১৩তম কিস্তির আগে পাবেন ৩,০০০ টাকা

কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।

জীবনের সব ক্ষেত্রেই ভারসাম্য অনুভব করতে সক্ষম হবেন। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে।

প্রতিকার - অনুগ্রহ করে কোনও শারীরিক প্রতিবন্ধী মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করুন।

তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।

advertisement

মন অস্থির থাকবে এবং আবেগতাড়িত হয়ে পড়তে পারেন। নেতিবাচকতা থেকে দূরে থাকাই ভাল। সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে।

প্রতিকার - অনুগ্রহ করে ময়দায় চিনি মিশিয়ে পিঁপড়েদের খাওয়ান।

বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।

জীবনে আলোর দিশায় চলার চেষ্টা করতে হবে। গোঁড়ামির উর্ধ্বে গিয়ে নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে।

প্রতিকার - অনুগ্রহ করে সন্ধ্যা বেলায় অশ্বত্থ গাছের তলায় একটি প্রজ্জ্বলিত সরষের তেলের প্রদীপ নিবেদন করুন।

ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।

পুরনো কাজের মূল্যায়ন করতে হবে। অশান্তি কমবে। পারিপার্শ্বিক অবস্থা বুঝে কাজ করলে ভবিষ্যতে সাফল্য আসবে।

প্রতিকার - অনুগ্রহ করে লাল গরুকে গুড় খাওয়ান।

মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।

ইতিবাচক এবং শুভ সময় আসছে। নতুন কাজের পরিকল্পনা বানাতে হবে এবং জরুরি কাজ শেষ করতে হবে।

প্রতিকার - অনুগ্রহ করে দেবী সরস্বতীকে সাদা ফুলের মালা নিবেদন করুন।

কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।

উৎসাহ এবং উদ্যম লাভ করবেন। এনার্জি তুঙ্গে থাকবে, ফলে মন আনন্দে ভরে যাবে। নতুন কাজ শুরু হবে।

প্রতিকার - অনুগ্রহ করে ভগবান রামের মন্দিরে পতাকা নিবেদন করুন।

মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।

জয়ের স্বাদ আসবে, এতে সমাজে মান-সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ভবিষ্যতের পরিকল্পনা করার ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

প্রতিকার - অনুগ্রহ করে হনুমানজির মন্দিরে প্রজ্জ্বলিত ঘিয়ের প্রদীপ নিবেদন করুন।

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Money Mantra: আজ হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল