মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
কাজের প্রতি নিজেকে উৎসর্গ করতে হবে। সহকর্মীদের সঙ্গে বিবাদের জেরে মানসিক শান্তিতে বিঘ্ন ঘটতে পারে।
প্রতিকার - অনুগ্রহ করে গরুকে সবুজ ঘাস অথবা পালং শাক খাওয়ান।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
ভাগ্য পরীক্ষা থেকে বিরত থাকুন। নিজের ভুলগুলোর উপরেও নজর দেওয়া উচিত। জরুরি কোনও বিষয়ে শূন্য থেকে শুরু করতে হতে পারে।
advertisement
প্রতিকার - অনুগ্রহ করে দুর্গা মন্দিরে প্রজ্জ্বলিত ঘিয়ের প্রদীপ নিবেদন করুন।
আরও পড়ুন: State Bank of India-র ফিক্সড ডিপোজিটে বাম্পার সুদ! বিনিয়োগে ব্যাপক রিটার্ন
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
নতুন এক্সপেরিমেন্ট থেকে সাফল্য আসবে। তবে অন্যদের মতামতও শুনতে হবে। কঠোর পরিশ্রমে ভাল ফল আসবে।
প্রতিকার - অনুগ্রহ করে দরিদ্রদের সাদা জিনিস দান করুন।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
নিরাপত্তাহীনতায় ভোগার কারণে অনেকেই নেতিবাচক মনোভাব পোষণ করতে পারেন। জীবনে এগিয়ে যাওয়ার প্রয়োজন অনুভব করবেন।
প্রতিকার - অনুগ্রহ করে পাখিদের খাবার দিন।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
পারিপার্শ্বিক ঝামেলার কারণে মেজাজ হারাতে পারেন। মনকে শান্ত রাখতে হবে। জরুরি কাজ স্থগিত রাখাই ভাল।
প্রতিকার - অনুগ্রহ করে কালো কুকুরকে মিষ্টি কিছু দান করুন।
আরও পড়ুন: কৃষকদের জন্য বাম্পার খবর! ১৩তম কিস্তির আগে পাবেন ৩,০০০ টাকা
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
জীবনের সব ক্ষেত্রেই ভারসাম্য অনুভব করতে সক্ষম হবেন। আধ্যাত্মিক বিষয়ে আগ্রহ বাড়বে।
প্রতিকার - অনুগ্রহ করে কোনও শারীরিক প্রতিবন্ধী মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করুন।
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
মন অস্থির থাকবে এবং আবেগতাড়িত হয়ে পড়তে পারেন। নেতিবাচকতা থেকে দূরে থাকাই ভাল। সম্পর্কে ভুল বোঝাবুঝি হতে পারে।
প্রতিকার - অনুগ্রহ করে ময়দায় চিনি মিশিয়ে পিঁপড়েদের খাওয়ান।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
জীবনে আলোর দিশায় চলার চেষ্টা করতে হবে। গোঁড়ামির উর্ধ্বে গিয়ে নিজের পথ নিজেকেই তৈরি করতে হবে।
প্রতিকার - অনুগ্রহ করে সন্ধ্যা বেলায় অশ্বত্থ গাছের তলায় একটি প্রজ্জ্বলিত সরষের তেলের প্রদীপ নিবেদন করুন।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
পুরনো কাজের মূল্যায়ন করতে হবে। অশান্তি কমবে। পারিপার্শ্বিক অবস্থা বুঝে কাজ করলে ভবিষ্যতে সাফল্য আসবে।
প্রতিকার - অনুগ্রহ করে লাল গরুকে গুড় খাওয়ান।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
ইতিবাচক এবং শুভ সময় আসছে। নতুন কাজের পরিকল্পনা বানাতে হবে এবং জরুরি কাজ শেষ করতে হবে।
প্রতিকার - অনুগ্রহ করে দেবী সরস্বতীকে সাদা ফুলের মালা নিবেদন করুন।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
উৎসাহ এবং উদ্যম লাভ করবেন। এনার্জি তুঙ্গে থাকবে, ফলে মন আনন্দে ভরে যাবে। নতুন কাজ শুরু হবে।
প্রতিকার - অনুগ্রহ করে ভগবান রামের মন্দিরে পতাকা নিবেদন করুন।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
জয়ের স্বাদ আসবে, এতে সমাজে মান-সম্মান এবং প্রতিপত্তি বৃদ্ধি পাবে। ভবিষ্যতের পরিকল্পনা করার ক্ষেত্রে মাথা ঠান্ডা রাখতে হবে।
প্রতিকার - অনুগ্রহ করে হনুমানজির মন্দিরে প্রজ্জ্বলিত ঘিয়ের প্রদীপ নিবেদন করুন।