এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ১৭ সেপ্টেম্বরের কিছুটা পড়েছে ১৪২৯ বঙ্গাব্দের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে, বঙ্গাব্দের তারিখ ৩১ ভাদ্র। এই বঙ্গাব্দ গণনা করা শুরু হয়েছিল পঞ্জিকা নির্ণয়ের প্রথম এবং প্রাচীন পদ্ধতি সূর্যসিদ্ধান্ত অনুসারে, পরবর্তীকালে যাকে সংস্কার করে প্রতিষ্ঠিত হয় দৃকসিদ্ধান্ত বা বিশুদ্ধসিদ্ধান্ত মত। বাংলার জনমানসে বহুল জনপ্রিয়তার কারণে এখানে সূর্যসিদ্ধান্তসম্মত ফলাফল উল্লেখ করা হল। বার হল শনি এবং এই সপ্তমী তিথি থাকবে ১৭ সেপ্টেম্বর দুপুর ৩টে ০০ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি।
advertisement
১৪২৯ বঙ্গাব্দের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথিতে কন্যা সংক্রান্তি উৎসব এবং বিশ্বকর্মা পুজো উদযাপিত হবে।
সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ১৭ সেপ্টেম্বর সূর্যোদয় হবে ভোর ৫টা ৩৯ মিনিটে, সূর্যাস্ত হবে বিকাল ৫টা ৪৬ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ১৭ সেপ্টেম্বর রাত ১০টা ৪১ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ১৮ সেপ্টেম্বর দুপুর ১২টা ৪৭ মিনিটে।
এই ১৪২৯ বঙ্গাব্দের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের সপ্তমী তিথির নক্ষত্র হল রোহিণী। ১৭ সেপ্টেম্বর, দুপুর ২টো ২১ মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্রের অবস্থান থাকবে। এর পরে তিথিতে অবস্থান করবে মৃগশিরা নক্ষত্র।
সূর্য অবস্থান করবে সিংহ রাশিতে ১৭ সেপ্টেম্বর, সকাল ৭টা ২৬ মিনিট পর্যন্ত; এর পরে গমন করবে কন্যা রাশিতে। চন্দ্র অবস্থান করবে বৃষ রাশিতে ১৮ সেপ্টেম্বর, রাত ১টা ৪৪ মিনিট পর্যন্ত; এর পরে গমন করবে মিথুন রাশিতে।
আরও পড়ুন: Money Mantra: ১৬ সেপ্টেম্বর হাতে টাকা আসবে? না জলের মত খরচ হবে! নিজের রাশি মিলিয়ে জানুন বিশদে
শুভ মুহূর্ত- সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ১৭ সেপ্টেম্বর মাহেন্দ্রযোগ পড়েনি। অমৃতযোগ ১৭ সেপ্টেম্বর পড়েছে সকাল ৯টা ৪১ মিনিট - দুপুর ১২টা ৫৫ মিনিট, রাত ৮টা ০৯ মিনিট - রাত ১০টা ৩১ মিনিটে দুই সময়ে। এই মাহেন্দ্রযোগ এবং অমৃতযোগকে বাংলা পঞ্জিকার অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
আরও পড়ুন: স্বাস্থ্য থাকবে অটুট, সুখবর্ষা হবে দেদার! দীপাবলির আগেই শুক্রের কৃপায় আরও কী ঘটবে জীবনে
অশুভ মুহূর্ত- সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ১৭ সেপ্টেম্বর রাহুকাল বা কালবেলা পড়েছে ভোর ৫টা ৩৯ মিনিট - সকাল ৭টা ১০ মিনিট, বিকাল ৪টে ১৫ মিনিট - বিকাল ৫টা ৪৬ মিনিটে দুই সময়ে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।