TRENDING:

Moon Mars Saturn Gochar: ২০২৪ কিন্তু একেবারেই ভাল নয়, এই ৩ রাশির মহাচাপ! বিশেষ সতর্কতার উপায় জানুন

Last Updated:

Saturn Sade Sati: ২০২৪ সালে চন্দ্র, মঙ্গল এবং শনি প্রভাবিত হবেন। তবে ওই বছরে সবথেকে খারাপ প্রভাব পড়বে কুম্ভ রাশির উপরে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: হাতে মাত্র আর কয়েকটা দিন। তারপরেই পুরাতনকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানানোর পালা। অর্থাৎ পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে সাদরে বরণ করে নিতে হবে। আর নতুন বছর মানেই নতুন নতুন সব কিছু। তবে নতুন বছক আসার আগেই বলে রাখা ভাল যে, কয়েকটি রাশির জন্য ২০২৪ সালটা বেশ শুভ হতে চলেছে।
advertisement

কয়েকটি রাশির জাতক-জাতিকা ওই সময়ে উন্নতির শিখরে পৌঁছে যাবেন। এই পরিস্থিতিতে বারমেরের পণ্ডিত ওমপ্রকাশ শর্মা ২০২৪ সালে বিভিন্ন রাশির উপর প্রভাবের বিষয়ে আলোচনা করছেন। এমনকী ওই বছর কয়েকটি রাশির জাতক-জাতিকাকে সাবধানও করেছেন তিনি।

আরও পড়ুনSaturn Blessing Special: শনিদেবের কৃপায় টাকার গদিতে বসবেন ৩ রাশি, নতুন বছরে শুধুই গুড নিউজ!

advertisement

এইসব রাশির জন্য ২০২৪ সমস্যা ডেকে আনবে: তাঁর মতে, ২০২৪ সালে চন্দ্র, মঙ্গল এবং শনি প্রভাবিত হবেন। তবে এই বছরে সবথেকে খারাপ প্রভাব পড়বে কুম্ভ রাশির উপরে। এর পরে খারাপ প্রভাব পড়বে বৃশ্চিক এবং মীন রাশির উপর। বারমেরের গুরু ওমপ্রকাশ শর্মা বলেন যে, ওই বছরে জীবন-দয়া, দান-পুণ্য, ধর্ম চর্চা- এই সবের মাধ্যমে গ্রহের প্রভাব দূর করা যাবে। এর পাশাপাশি ভগবান হনুমানজির পুজো করা উচিত। গ্রহগুলির মধ্যে শান্তি বজায় রাখার প্রচেষ্টা জারি রাখা আবশ্যক। এমনকী নিজের রাশি অনুযায়ী রত্ন ধারণও করতে হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

মঙ্গল এবং শনির সাড়ে সাতির প্রভাব: পণ্ডিত ওম প্রকাশ শর্মা বলেন যে, মঙ্গলের প্রভাব এবং শনির সাড়ে সাতির প্রভাব কুম্ভ রাশি, বৃশ্চিক রাশি এবং মীন রাশির উপর পড়বে। এক-একটি রাশির উপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন প্রভাব দেখা যাবে। যাঁদের উপর মঙ্গলের নেতিবাচক প্রভাব রয়েছে, তাঁদের ভগবান হনুমানজির পুজো করতে হবে এবং গৌরী গাভিকে গুড় খাওয়াতে হবে। আবার অন্য দিকে যাঁদের উপর শনির কুদৃষ্টি রয়েছে, তাঁদের তেল এবং সিঁদুর নিবেদন করা উচিত। এই ধরনের সমস্ত উপায় অবলম্বন করলে তা কয়েকটি রাশির জাতক-জাতিকার জন্য নিশ্চিত ভাবে উপযোগিতা এনে দিতে পারবে।

advertisement

বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Moon Mars Saturn Gochar: ২০২৪ কিন্তু একেবারেই ভাল নয়, এই ৩ রাশির মহাচাপ! বিশেষ সতর্কতার উপায় জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল