কাজ, ভাবমূর্তি, সাজসজ্জার উপরেই সমর্থকরা নাম দিয়ে দেন৷ মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নামটা যতই ভারী হোক, তাঁর মামা নামটির জনপ্রিয়তাই সবচেয়ে বেশি জনপ্রিয়৷ শিবরাজ সিং মনে করেন, তিনি মধ্যপ্রদেশের সব মহিলার ভাই৷ ফলে মহিলাদের সন্তানদের মামা৷ তাই প্রচারে মামা নামেই তিনি খ্যাত৷
এরপর আসা যাক ইন্দোরে৷ বিজেপি-র মহাসচিব কৈলাস বিজয়বর্গীয় ও লোকসভা স্পিকার সুমিত্রা মহাজনের৷ বলা হয়, 'ভাই অউর তাই'৷ হ্যাঁ, কৈলাস বিজয়বর্গীয় নিজেকে সকলের ভাই বলে সম্বোধন করেন৷ সুমিত্রা মহাজন বলে তাই৷
advertisement
বুরহানপুরের বিজেপি বিধায়ক অর্চনা চিটনিস সকলের দিদি৷ অর্চনাদিদি৷ আবার ইন্দোর বিধানসভার বিজেপি বিধায়ক রমেশ মন্দোলার নাম 'দাদা দয়ালু'৷ উজ্জয়িনীর বিধায়ক পরশ জৈন আবার পালোয়ান নামে খ্যাত৷ ওই নামেই ভোট চান৷ ইন্দোরের মেয়র মালিনী গৌড় আবার বৌদি নামে খ্যাত৷
Location :
First Published :
November 01, 2018 10:16 AM IST