একদিকে যেমন চাপা টেনশন। অন্যদিকে তেমনি আত্মবিশ্বাস। স্বপ্না দেশের মুখ উজ্জ্বল করবে। এমন বিশ্বাস ছিলই ৷ শেষপর্যন্ত এশিয়াডের মঞ্চে দেশ এবং বাংলার নাম উজ্জ্বল করতে সফল তিনি ৷ হেপ্টাথলনে সোনা জিতলেন স্বপ্না ৷ ট্যুইটারে তাঁকে অভিনন্দন জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷
সোনা জিততে হেপ্টাথলনের ৭টা ইভেন্টেরও অপেক্ষা করতে হল না স্বপ্নাকে ৷ ৬ নম্বর ইভেন্টেই এদিন সোনা নিশ্চিত করলেন স্বপ্না ৷ এশিয়াডে হেপ্টাথলনে এই প্রথমবার সোনা জয় ভারতের ৷ ৬০২৬ পয়েন্ট পেয়ে সোনা জিতলেন স্বপ্না ৷
Tears of joy for an incredible fighter! Swapna barman gets India's 11th gold. What a wonderful story
advertisement
Location :
First Published :
August 29, 2018 7:23 PM IST