আরও পড়ুন
নাবালিকা ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত আসারাম বাপু,দোষী আরও ২
আর এবার আসারাম বাপুর দোষী সাব্যস্ত হওয়ার পরে ফের ইন্টারনেটে সলমন ও আসারামকে জড়িয়ে শুরু হল নানারকম রসিকতা ৷ কিন্তু এরই মাঝে ফাঁস হল, আসারাম বাপু ও সলমনের মধ্যে এক অদ্ভুত মিলের খবর৷
এক ইংরেজি দৈনিকে প্রকাশিত খবর অনুযায়ী, আসারাম বাপুর মতোই সলমন খানও ভুগছেন এক নিউরো সমস্যায় ৷ ডাক্তারি ভাষায় যার নাম Trigeminal neuralgia ৷ চিকিৎসকদের কথায়, এই রোগে আক্রান্ত হলে মানুষের আত্মহত্যা করার প্রবণতা বড়ে যায় ৷ মুখের চামড়ায় ব্যথা অনুভূত হতে থাকে ৷
advertisement
গত বছরের শুরুতেই সলমন খান তাঁর এই রোগ নিয়ে প্রকাশ্যেই কথা বলেছিলেন ৷ এবার সামনে এল আসারাম বাপুর এই রোগের খবর ৷
Location :
First Published :
April 25, 2018 1:31 PM IST