দুর্নীতি সংক্রান্ত বিষয়ে রাজ্যের কোনও সার্বভৌমত্ব নেই । রাজ্যে সিবিআই অফিসারদের না ঢুকতে দিলে আর্থিক দুর্নীতির বিরুদ্ধে আয়কর কর্মীরা কীভাবে কাজ করবেন, প্রশ্ন তুলেছেন জেটলি।
সিবিআইয়ের কাজে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপের অভিযোগ খারিজ করে দিয়ে জেটলি জানিয়েছেন সিবিআই নিজে থেকে কোনও তদন্তের ভার নিতে পারে না, আদালতের নির্দেশেই তদন্তের দায়িত্ব দেওয়া হয় সিবিআইকে । সাধারণ অনুমোদন প্রত্যাহার প্রসঙ্গে তিনি বলেছেন দুই রাজ্যেই রাজনৈতিক নেতারা দুর্নীতির সঙ্গে জড়িত ও সেই কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে তাঁরা । সারদা-নারদা প্রসঙ্গ তুলেও তিনি পশ্চিমবঙ্গ সরকারকে কটাক্ষ করেন। সিবিআই না থাকলে এই ধরনের দুর্নীতি কোনওদিনই প্রকাশ্যে আসত না, মত জেটলির।
advertisement
Location :
First Published :
November 18, 2018 7:33 AM IST