কোপা আমেরিকার ফাইনালে হারের পরই জাতীয় দলের জার্সি তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন মেসি ৷ কিন্তু আর্জেন্টাইন ফুটবল ফেডারেশনের অনুরোধে সেই সিদ্ধান্ত ফিরিয়ে নেন তিনি ৷ বিশ্বকাপের যোগ্যাত অর্জন পর্বের ডু অর ডাই ম্যাচে মেসি ম্যাজিকেই মূলপর্বে খেলার সুযোগ পেয়েছিল তারা ৷
আরও পড়ুন - বিশ্বকাপে কালো দিন আর্জেন্টিনার! ক্রোয়েশিয়ার কাছে হার মেসিদের
advertisement
তবে যোগ্যতা অর্জন পর্বের সেই নড়বড়ে পারফরম্যান্সই যে মূল পর্বেও থেকেও যাবে তা ভাবেননি বোধহয় অতিবড় আর্জেন্টিনা বিদ্বেষীও ৷ এবারের বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে দুঃস্বপ্ন উপহার দিলেন মেসিরা ৷ নড়বড়ে ডিফেন্স , প্রপার কনভার্টারের অভাব ভোগালো দলকে আর যার ফল স্বরূপ ৬০ বছর বাদে বিশ্বকাপের মঞ্চে ৩-০ গোলের ব্যবধানে হেরে গেল তারা ৷ এর আগে ১৯৫৮ সালে তদানীন্তন চেকোশ্লোভাকিয়ার বিরুদ্ধে ৫-১ গোলে হেরেছিল আর্জেন্টিনা ৷
আরও পড়ুন -বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচে নামার আগের দিন নেইমারের স্পেশাল ভিডিও বার্তা
এদিকে বিশ্বকাপের বিদায় ঘন্টা কার্যত বেজে গেছে এই অবস্থায় মেসির ফের একবার অবসর নেওয়ার কথা সর্বত্র ৷ সোশ্যাল মিডিয়া থেকে প্রাক্তন ফুটবলার সকলেরই মত বিশ্বকাপ শেষেই হয়ত নিজের জাতীয় দলের জার্সিতে ইতি টানবেন মেসি ৷
বিশ্বকাপের অন্যতম সর্বকালীন সেরা মেসির জাতীয় দলের জার্সিতে হাত ফাঁকা রেখেই হয়তো কেরিয়ারে ইতি টানতে হবে ৷ মেসিকে বারংবারই মারাদোনার সঙ্গে তুলনা করা হয় ৷ ১৯৮৬ তে কার্যত ব্যক্তিগত নৈপুণ্যেই আর্জেন্টিনাকে বিশ্বকাপ তুলে দিয়েছিলেন মারাদোনা ৷ আর মেসির শেষটা যদি এভাবে হয় তাহলেও কিন্তু তার বড় কষ্টের ম্যাজিশিয়ানের নিজের জন্য, আর তার সারা বিশ্বে ছড়িয়ে থাকা ফ্যানেদের জন্য ৷