সঞ্জয় দত্তের ছবিতেই প্রথম দেখা যায় অনুষ্কা শর্মাকে ৷ সঞ্জয়ই তাঁর প্রথম হিরো ৷ লগে রহো মুন্না ভাই ছবির এই দৃশ্য দেখেই বুঝবেন বিষয়টা ৷ রেডিও স্টেশনে হেঁটে আসছেন সঞ্জয় ৷ আর পাশে অনুষ্কার পোস্টার! বুঝলেন তো বিষয়টি ৷
advertisement
আরও দেখুন In Pics : জন্মদিনে বিশেষ শপথ অনুষ্কা শর্মার
আসলে অভিনয়ে আসার আগে অনুষ্কা মডেলিং করতেন ৷ তারই সূত্র ধরে এই সুযোগ হয়ে যায় তাঁর ৷ উল্লেখযোগ্যভাবে সেই রাজকুমার হিরানির ছবি সঞ্জু-তে অভিনয় করতে দেখা যাবে অনুষ্কা শর্মাকে ৷ এক সাংবাদিকের ভূমিকায় থাকছেন তিনি ৷ তাঁর মাধ্যমেই সঞ্জয়ের জীবনী উঠে আসবে ছবিতে ৷
advertisement
Location :
First Published :
May 01, 2018 5:39 PM IST