আরও পড়ুন শ্যুটিং ফ্লোরেই স্বামীর কাঁধের ওপর চড়ে বসলেন সানি লিয়ন !
তিনি জানিয়েছেন, ক্রিকেট এমন একটি খেলা যেখানে ৯০ শতাংশ ফিটনেস নিয়ে মাঠে নামও বিপজ্জনক ৷ তাই তাঁর এমন সিদ্ধান্ত ৷ কোচ রবি শাস্ত্রীকে পাশে বসিয়ে, সাংবাদিক সম্মেলনে এই বক্তব্যই রাখেন বিরাট ৷ তিনি বরাবরই স্পষ্টবক্তা ৷ যে কোন সমালোনার যোগ্য জবাব দেন, এই মুহূর্তে বিসিসিআইয়ের সেরা ক্রিকেটার ৷ আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২টি টি-২০ খেলবে ভারতীয় দল ৷ তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত ৫টি টেস্ট ছাড়াও খেলবে ৩টি ওয়ান ডে ও ৩টি টি-২০ ম্যাচ ৷
advertisement
আরও পড়ুন জয়ের খোঁজে জোয়াকিম, ম্যাচের ছন্দ খুঁজছে জার্মান আক্রমণ
একদিকে যেমন এই ম্যাচগুলির জন্য আপাতত বাড়ির বাইরে বিরাট, স্ত্রী অনুষ্কাও উড়ে গেলেন ব্যাঙ্ককে আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ৷ বিরাটের চোটের কারণে শাপে বরই হল এই দুরন্ত দম্পতির ৷ জিরো ও সুই ধাগার শ্যুটিং সেরে কিছুদিন একসঙ্গে থাকার সুযোগ হল ব্যস্ত দুই তারকার ৷ তাই তো বিদায়বেলায় গভীর আলিঙ্গনরত হলেন বিরুষ্কা ৷ মুহূর্তে ভাইরাল সেই ভিডিও ৷