TRENDING:

সুপ্রিম কোর্টে রাজ্যের জয়, ‘পুজো অনুদান’ বহাল রইল রাজ্যের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে রাজ্যের জয় ৷ ‘পুজো অনুদান’ বহাল রইল রাজ্যের ৷ রাজ্যের এবং শহরতলীর বেশ কিছু পুজোকে ১০ হাজার টাকা করে অনুদান ৷ ২৮ হাজার পুজো উদ্যোক্তাকে অনুদান দেবে রাজ্য সরকার ৷ শীর্ষ আদালতেও জয় রাজ্যের ৷ ৬ সপ্তাহ পর ফের মামলার শুনানি ৷
advertisement

গত শুক্রবার রাজ্যের ২৮ হাজার দুর্গাপুজোকে ১০ হাজার টাকা করে সরকারি অনুদান দেওয়ার উপর অন্তর্বতী স্থগিতাদেশ জারি করে কলকাতা হাইকোর্ট ৷ কলকাতা হাইকোর্ট পুজোর আগে রাজ্য সরকারকে স্বস্তি দিয়েছিল ৷ পুজো উদ্যোক্তাদের অনুদানের বিষয়ে হাইকোর্ট হস্তক্ষেপ করবে না ৷ একথা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি ৷ কিন্তু কলকাতা হাইকোর্ট মামলা খারিজ করে দিলেও হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে মামলা হয় শীর্ষ আদালতে ৷ এবার শীর্ষ আদালতেও জয় পেল রাজ্য সরকার ৷

advertisement

আরও পড়ুন: তিতলির দাপটে অন্ধ্রে ২ কোটি টাকার বেশি আর্থিক ক্ষতি, জানুন সাইক্লোন পরবর্তী অবস্থা

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাজ্যের ২৮ হাজার ক্লাবকে ১০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার ৷ কলকাতার ৩০০০ পুজো ও গ্রাম বাংলার ২৫ হাজার পুজো উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে এই ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যার জেরে প্রায় ২৮ কোটি টাকা খরচ হবে রাজ্য সরকারের ৷ কিন্তু সেই অনুদানের বিষয়টি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় ৷ জনগণের ট্যাক্সের টাকা এভাবে অনুদান দেওয়া যায় কিনা সেই নিয়ে প্রশ্ন তুলে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্ট ৷ মামলার আবেদনকারীর বক্তব্য ছিল, এই বিষয়টি একেবারেই সংবিধান বিরোধী ৷ দুর্গাপুজোয় বিশেষ একটি ধর্মীয় সম্প্রদায়কে অনুদান দিলে তা দেশের সংবিধানকে আঘাত করে।

advertisement

বাংলা খবর/ খবর/কলকাতা/
সুপ্রিম কোর্টে রাজ্যের জয়, ‘পুজো অনুদান’ বহাল রইল রাজ্যের