TRENDING:

বলিউড এফেক্ট ! হুবহু চন্দ্রবাবু নাইডুর মত দেখতে এই ব্যক্তিকে, চক্ষু চড়কগাছ সবার

Last Updated:

টোটাল ফিল্মি ! না একথা বললে খুব একটা ভুল হবেনা একটুও

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#অমরাবতি: টোটাল ফিল্মি ! না একথা বললে খুব একটা ভুল হবেনা একটুও ৷ হুবহু একই দেখতে চরিত্র নিয়ে টলিউড ও বলিউডে একাধিক ছবি নির্মিত হয়েছে ৷ যেমন ভ্রান্তিবিলাস, সুবর্ণ গোলক, রাম অউর শ্যাম, সীতা অউর গীতা ৷ এতো সিনেমার কথা কিন্তু বাস্তবেও এর অন্যথা হয়না ৷ াসলে সিনেমার রসদ তো শুধু কল্পনা থেকেই সংগৃহীত  হয়না ৷ বাস্তবেও এর অনেক প্রভাব রয়েছে ৷
advertisement

সম্প্রতি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডুর মত দেখতে একটি মানুষকে দেখা গিয়েছে কর্মরত অবস্থায় ৷ চন্দ্রবাবুর অতি প্রিয় বা অতি বড় সমর্থকও চিনতে ভুল করবেন ৷

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

সেই অবয়ব, সেই চেহারা, সেই ভঙ্গি যেন মনে হচ্ছে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী একটি দোকানে কর্মরত অবস্থায় আছেন ৷ হুবহু মুখ্যমন্ত্রীরকে েকটি কাবারের দোকানে কর্মরত দেখে প্রথমে চমকে গিয়েছিলেন বাকি মানুষেরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বলিউড এফেক্ট ! হুবহু চন্দ্রবাবু নাইডুর মত দেখতে এই ব্যক্তিকে, চক্ষু চড়কগাছ সবার