২০১৬ সালে বিয়ে অনুশার সঙ্গে বিয়ে হয় বিভাবসু ৷ সম্প্রতি স্বামীর থেকে বিচ্ছেদ চেয়ে আদালতে ডিভোর্সের মামলা করেন অনুশা ৷ কারণ হিসেবে জানান, তাঁর স্বামী নপুংসক ৷ স্ত্রীর মুখে এই অভিযোগ শুনে রাগে অন্ধ হয়ে যান বিভাবসু ৷ অভিযোগকে ভুল প্রমাণ করতে নেন চরম পদক্ষেপ ৷
আরও পড়ুন
advertisement
কিভাবে সেলফি তুললে হবে নিখুঁত, জানেন?
পৌরুষের প্রমাণ দিতে অন্য এক নারীর সঙ্গে যৌন সঙ্গমরত অবস্থায় নিজের ভিডিও বানান ওই যুবক ৷ পরে সেই পর্ণগ্রাফিক ভিডিও তিনি নিজের শ্বশুরবাড়িতে পাঠিয়ে দেন ৷ সেই ভিডিও পৌঁছায় অনুশার বাবা-মা ও পিসির কাছে ৷ অনুশার পরিবারের অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তি অপরাধ আইনে গ্রেফতার করা হয়েছেন বিভাবসু ৷
advertisement
Location :
First Published :
April 25, 2018 9:08 AM IST