TRENDING:

ফের ভূমিকম্প, নিকোবরে অনুভূত হল ৫ মাত্রার কম্পন

Last Updated:

ফের অনুভূত হল কম্পন ৷ গত কয়েকদিনে বেশ কয়েকটি ভূমিকম্পের ঘটনার পর এবার সেই তালিকায় নতুন সংযোজন নিকোবর দ্বীপপুঞ্জ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আন্দামান ও নিকোবর: ফের অনুভূত হল কম্পন ৷ গত কয়েকদিনে বেশ কয়েকটি ভূমিকম্পের ঘটনার পর এবার সেই তালিকায় নতুন সংযোজন নিকোবর দ্বীপপুঞ্জ ৷
advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, গতকাল রাত ২টো নাগাদ কেঁপে ওঠে নিকোবর ৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.০ ৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, কম্পনের জেরে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি ৷ প্রাণহানিরও খবর মেলেনি ৷ তবে গভীর রাতে ওই কম্পনের জেরে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ ঘর ছেড়ে বেড়িয়ে আসতে শুরু করেন আতঙ্কিত মানুষ ৷

advertisement

আরও পড়ুন: ট্রাম্পকে পাল্টা দিলেন মোদি, বাড়ল আমেরিকা থেকে আমদানিকৃত পণ্যসামগ্রীর শুল্ক

গত ১৯ জুন ভূমিকম্পের কবলে পড়েছিল সিকিমের বিস্তীর্ণ এলাকা ৷ পাশাপাশি কম্পন অনুভূত হয় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। কেঁপে ওঠে ভারত-ভুটান সীমান্ত অঞ্চলও। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৭। তার আগেও একের পর এক ভূমিকম্পের শিকার হয়েছে হিমাচল প্রদেশে। গত ১৭ জুন ৩.২ তীব্রতার মৃদু ভূমিকম্পে কেঁপে ওঠে সিমলা। তার আগে ১৪ জুন ভূমিকম্প হয় জম্মু-কাশ্মীরের নিকট চম্বাতে। রিখটার স্কেলে সেবার কম্পনের মাত্রা ছিল ৪.৬।

advertisement

১৮ জুন আবার ভয়াবহ ভূমিকম্পে জাপানে মারা গিয়েছিলেন কমপক্ষে ৩ জন ৷ আহত হয়েছিলেন বহু মানুষ ৷

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও পড়ুন: ফের কমল পেট্রোলের দাম, ডিজেল অপরিবর্তিত

বাংলা খবর/ খবর/দেশ/
ফের ভূমিকম্প, নিকোবরে অনুভূত হল ৫ মাত্রার কম্পন