পুলিশ জানিয়েছে, বিজয় মদন ও তাঁর পরিবারের বাড়িতে হামলা চালিয়েছে উন্মত্ত জনতা৷ মদন পরিবারের কাউকেই ফোনে পাওয়া যাচ্ছে না৷ তবে ঘটনার সময় উপস্থিত থাকা মানুষের একটা বড় অংশের দাবি, উদ্যোক্তারা জানতেন ওটা রেল লাইন৷ ওত মানুষকে জড়ো করার আগে ভাবা উচিত ছিল৷
ড্রাইভার দূর থেকে অত লোক দেখেও কেন ট্রেন আস্তে বা থামানোর চেষ্টা করলেন না? হাওড়া-অমৃতসর এক্সপ্রেসের ড্রাইভার অরবিন্দ কুমারের বক্তব্য, 'আমি এমার্জেন্সি ব্রেক কষার চেষ্টা করেছিলাম৷ কিন্তু কিছু মানুষ পাথর ছুড়তে শুরু করে৷ হামলার ভয়েই থামাতে পারিনি৷ এমার্জেন্সি ব্রেক কষার পরেও বহু মানুষ ট্রেনের তলায় চলে যায়৷ পাথর ছোড়া শুরু হতেই আমার যাত্রীদের নিরাপত্তার কথা ভেবেই থামাতে পারিনি ট্রেন৷ হর্ন দিয়েছিলাম, শুনতে পায়নি কেউ।'
advertisement
ঠিক কী ঘটল অমৃতসরে সেদিন? দেখুন মর্মান্তিক ভিডিও
Location :
First Published :
October 21, 2018 8:25 AM IST