TRENDING:

অমৃতসর ট্রেন দুর্ঘটনা: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: অমৃতসরের ট্রেন দুর্ঘটনায় শোক জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ট্যুইটারে তিনি লেখেন, ‘‘দশেরা উৎসব চলাকালীন অমৃতসরের রেল দুর্ঘটনার খবর শুনে খুব খুব খারাপ লাগল ৷ বিষাদ প্রকাশ করার ভাষা নেই এক্কেবারে ৷ মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই ৷ এরই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷
advertisement

উল্লেখ্য, অমৃতসরে দুটি ট্রেনের ধাক্কায় এখনও পর্যন্ত মৃতের সংখ্যা কমপক্ষে ৬০ ৷ মৃতের সংখ্যা দুশো ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা ৷ ঠিক কী ঘটেছিল ? অমৃতসরে রেললাইনের উপর দাঁড়িয়ে রাবণ বধ দেখছিলেন উৎসুক জনতা৷ সেসময় চলন্ত ট্রেন এসে পিষে দিল তাঁদের৷ কিছু বুঝে ওঠার আগেই ট্রেনের চাকার তলায় পিষ্ট হলেন অসংখ্য মানুষ৷ কয়েক সেকেন্ডের ব্যবধানে অমৃতসরের চৌরা বাজারের যোধা ফটক এলাকা পাল্টে গেল মৃত্যুপূরীতে৷ প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, রেললাইনের পাশে দাঁড়িয়ে রাবণ বধ দেখছিলেন প্রায় ৫০০ থেকে ৭০০ জন মানুষ৷

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
একই দিনে হাওড়ায় দু'টি বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভয়াবহ রূপ নিল লেলিহান শিখা, অল্পের জন্য রক্ষা
আরও দেখুন

এর মধ্যে মহিলা এবং শিশুরাও ছিলেন৷ এমন সময় রাবনের গায়ে লাগানো বাজিগুলিও ফাটতে শুরু করে৷ কিছু রকেট এবং বাজি ছিটকে আসে ভিড়ের দিকে৷ ভয়ে অনেকেই পাশের রেললাইনের উপর উঠে আসেন৷ ঠিক সেই সময় দুদিকের রেল লাইন ধরেই ছুটে আসছিল দ্রুতগতির দুটি ট্রেন৷ একটি পাঠানকোট থেকে, অন্যটি হাওড়া মেল। চালক হর্ন দিলেও অনেকেই তা শুনতে পাননি৷ বাজি আর বাজনার শব্দে ঢেকে গিয়েছিল চারিদিক। অনেকেই সেসময় ফোনে রাবণ বধের ছবি ভিডিও তুলতেই ব্যস্ত ছিলেন৷ তাই ট্রেন আসার দিকে কারোর খেয়াল ছিল না৷ মুহূর্তে মৃত্যু হল অসংখ্য মানুষের।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
অমৃতসর ট্রেন দুর্ঘটনা: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর