কাণ্ডটা হল, গ্ল্যাসগোর রাস্তা দিয়ে হাঁটছিলেন অমিতাভ ৷ পরনে কালো লং কোর্ট ৷ পাশে হঠাৎ এক গাড়ি এসে দাঁড়ায়৷ গাড়ির ভিতরে থাকা এক ব্যক্তি, এক গাল হাসি হেসে হাত নাড়ান অমিতাভকে ৷ একটু হেসে অমিতাভও হাত নাড়িয়ে শুভেচ্ছা জানান ব্যক্তি ৷ কিন্তু এর পরেই ঘটে ঘটি গণ্ডগোল ৷ গাড়ির ভিতর থেকে ব্যক্তি সোজা অমিতাভকে বলে ওঠেন, ‘হ্যালো সলমন ! কেমন আছেন আপনি !’ ব্যক্তির মুখ থেকে সলমন সম্বোধন শুনে, থমকে গেলেন বিগবি ৷ তবে গোটা কাণ্ডটি লিখলেন ট্যুইটারে ৷
advertisement
Location :
First Published :
June 28, 2018 10:34 AM IST