আরও পড়ুন:টুইঙ্কলকে অটোয় চাপিয়ে, অটো ড্রাইভার আক্কি
বিগ বি’র এই পোস্টের ঘণ্টাখানেক বাদে এক সাক্ষাৎকারে ছবির পরিচালক সুজিত সরকার জানিয়েছেন, তিনি যথাসাধ্য চেষ্টা চালাচ্ছেন যাতে ছবিটি মুক্তি পায় ৷ তবে প্রযোজক সংস্থার তরফে কোনওকরম সাড়াশব্দ দেওয়া হচ্ছে না ৷ যে কোনও ভাবে ছবিটি থিয়েটারে মুক্তি পাক চাইছেন পরিচালক ৷ তার জন্য তিনি নিজের বাড়িও বিক্রি করে দিতে প্রস্তুত বলে জানিয়েছেন এই বাঙালি পরিচালক ৷
advertisement
শ্যুবাইটে অমিতাভ রয়েছেন এক বৃদ্ধের ভূমিকায় ৷ যিনি আত্মসন্ধানে যাত্রা শুরু করেন। অমিতাভ ছাড়াও ছবিটিতে রয়েছেন সারিকা, নওয়াজউদ্দিন সিদ্দিকি, জিমি শেরগিল ও দিয়া মির্জা। গানের কথা লিখেছেন গুলজার।
Location :
First Published :
March 25, 2018 9:03 PM IST