সূত্রের খবর, আগামী ২৭ জুন বাংলায় আসছেন তিনি ৷ সেখানেই রাজ্যের বিজেপি কর্মীদের সঙ্গে বৈঠক করবেন অমিত শাহ ৷ সাংগঠনিক বৈঠক ছাড়াও পুরুলিয়াতেও যাবেন অমিত ৷ দুই বিজেপি কর্মীর মৃত্যুর পর সেভাবে কোন কোনও কেন্দ্রীয় নেতা আসছিল না ৷ লেই নিয়ে দলের কর্মীদের ক্ষোভ আঁচ করেই রাতারাতি বাংলা সফরের পরিকল্পনা করেছেন তিনি ৷ এমনটাই মত রাজনৈতিক মহলের ৷ তাই কলকাতায় ২৭ জুন দলের সাংগঠনিক বৈঠক সেরেই ২৮ জুন তারাপীঠ হয়ে পুরুলিয়া যাবেন অমিত শাহ ৷
advertisement
এদিকে, অমিত শাহের বাংলা সফরের আগেই রাজ্য জুড়ে বঙ্গ বিজেপিকে চাঙ্গা করতে প্রচার চালাবে বিজেপি ৷ ১৮ থেকে ১৮ জুন থেকে প্রচার শুরু করবে বিজেপি ৷ ২৪ জুন অবধি জেলা ও কলকাতায় প্রচার কর্মসূচি চালাবে তারা ৷
Location :
First Published :
June 06, 2018 9:09 PM IST