যশ চোপড়া ব্যানারে তৈরি হতে চলেছে নতুন ছবি ‘ঠগ অফ হিন্দুস্থান’ ৷ ছবির প্রযোজক আদিত্য চোপড়া ৷ ছবির পরিচালক ‘ধুম থ্রি’ ছবির জনপ্রিয় পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য ৷
এই ছবি নিয়ে বহুদিন ধরেই জল্পনা-কল্পনা চলছিল ৷ খবরে এসেছিল আমির খান রয়েছেন ছবিতে ৷ তবে অমিতাভ বচ্চনের কথাটা ছিল লুকিয়েই ৷ শেষমেশ অমিতাভ বচ্চনের থেকে গ্রিন সিগনাল পাওয়ার পরেই আমির করেছিলেন ট্যুইট !
advertisement
ট্যুইটারে আমির লিখেছিলেন, ‘শেষমেশ সে দিনটা এল ৷ যার জন্য বহুদিন ধরে অপেক্ষা করছিলাম ৷ মিস্টার বচ্চনের সঙ্গে অভিনয় করার জন্য ৷ খুব শীঘ্রই শ্যুটিং শুরু হবে ৷ আর অপেক্ষা করতে পারছি না !’
এবার এই ছবিতে অমিতাভের লুক ট্যুইট করলেন আমির নিজেই ৷
advertisement
দেখুন সেই ট্যুইট-
Location :
First Published :
September 18, 2018 5:20 PM IST