স্ত্রীকে পুড়িয়ে খুন করার অভিযোগে গ্রেফতার করা হয়েছে স্বামী কুমারেশ ঘোষালকে। যদিও এই ঘটনার অন্য তিন অভিযুক্ত--কুমারেশের ভাই, বাবা ও মা পলাতক। ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ। অনন্যার প্রতিবেশী, নিজের বাড়ির সদস্য, আত্মীয় সজনদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি তিন পলাতকের তল্লাশি চালাচ্ছে পুলিশ। অনন্যকে খুন করা হয়েছে, নাকি তিনি আত্মহত্যা করেছেন-- এবিষয়ও খতিয়ে দেখছে পুলিশ।
advertisement
আরও পড়ুন-সরকারি হাসপাতালে গলার নলি কেটে আত্মহত্যার চেষ্টা রোগীর
Location :
First Published :
June 27, 2018 5:16 PM IST