TRENDING:

আমার সমস্ত সিনেমা নিষিদ্ধ করে দেওয়া উচিত: টুইঙ্কল

Last Updated:

নিজের ফিল্মি কেরিয়ার নিযে এর আগেও অনেকবার হাসি ঠাট্টা করতে দেখা যায় ট্যুইঙ্কলকে ৷ এবারও মজা করে বলে ফেললেন সিনেমা নিষিদ্ধ করে দেওয়ার কথা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: নিজের সমস্ত ছবি নিষিদ্ধ হয়ে যাক, এমনটাই চান টুইঙ্কল খান্না ৷ তিনি রাজেশ খান্না-ডিম্পল কাপাডিয়ার মেয়ে, অক্ষয় কুমারের স্ত্রী, কিন্তু তাঁর মুখেই নাকি এমন কথা ! সম্প্রতি নিজের বই ‘পায়জামাস আর ফরগিভিং’-এর প্রকাশ অনুষ্ঠানে এসে টুইঙ্কল বলেন, ‘‘আমার সমস্ত সিনেমা ব্যান করে দেওয়া উচিত ৷ কারণ ওগুলো কারও দেখার মতো নয় ৷’’
advertisement

একটা সময় অভিনয়ের হাত ধরেই বলিপাড়ায় পা রেখেছিলেন টুইঙ্কল ৷ কিন্তু কোনওদিনই অভিনয় জগতে সাফল্য পাননি তিনি ৷ ১৯৯৫ সালে ‘বারসাত’ দিয়ে শুরু ৷ তারপর ‘ইতিহাস’, ‘জুলমি’, ‘মেলা’ একেরপর এক ফ্লপ ছবি ৷ শেষ পর্যন্ত ২০০১ সালে অক্ষয়ের সঙ্গে বিয়ে করে অভিনয়কে বাই বাই বলেন রাজেশ-কন্যা ৷

আরও পড়ুন:স্ত্রীর মৃত্যুর খবরে বিরক্ত স্বামী, করলেন ট্যুইট

advertisement

নিজের ফিল্মি কেরিয়ার নিযে এর আগেও অনেকবার হাসি ঠাট্টা করতে দেখা যায় টুইঙ্কলকে ৷ এবারও মজা করে বলে ফেললেন সিনেমা নিষিদ্ধ করে দেওয়ার কথা ৷ এদিনের অনুষ্ঠানে টুইঙ্কল বলেন, ‘‘একটা হিটও আমি কোনওদিন দিতে পারিনি ৷’’

এখন অবশ্য অভিনয় থেকে শত হস্ত দূরে টুইঙ্কল ৷ দৈনিকে নিজের কলাম, ইন্টেরিয়রের কাজ, আর বই লেখা ৷ এই নিয়েই দিব্যি আছেন তিনি ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

বাংলা খবর/ খবর/বিনোদন/
আমার সমস্ত সিনেমা নিষিদ্ধ করে দেওয়া উচিত: টুইঙ্কল