একটা সময় অভিনয়ের হাত ধরেই বলিপাড়ায় পা রেখেছিলেন টুইঙ্কল ৷ কিন্তু কোনওদিনই অভিনয় জগতে সাফল্য পাননি তিনি ৷ ১৯৯৫ সালে ‘বারসাত’ দিয়ে শুরু ৷ তারপর ‘ইতিহাস’, ‘জুলমি’, ‘মেলা’ একেরপর এক ফ্লপ ছবি ৷ শেষ পর্যন্ত ২০০১ সালে অক্ষয়ের সঙ্গে বিয়ে করে অভিনয়কে বাই বাই বলেন রাজেশ-কন্যা ৷
আরও পড়ুন:স্ত্রীর মৃত্যুর খবরে বিরক্ত স্বামী, করলেন ট্যুইট
advertisement
নিজের ফিল্মি কেরিয়ার নিযে এর আগেও অনেকবার হাসি ঠাট্টা করতে দেখা যায় টুইঙ্কলকে ৷ এবারও মজা করে বলে ফেললেন সিনেমা নিষিদ্ধ করে দেওয়ার কথা ৷ এদিনের অনুষ্ঠানে টুইঙ্কল বলেন, ‘‘একটা হিটও আমি কোনওদিন দিতে পারিনি ৷’’
এখন অবশ্য অভিনয় থেকে শত হস্ত দূরে টুইঙ্কল ৷ দৈনিকে নিজের কলাম, ইন্টেরিয়রের কাজ, আর বই লেখা ৷ এই নিয়েই দিব্যি আছেন তিনি ৷
advertisement
Location :
First Published :
September 09, 2018 11:37 AM IST