মার্কিন মুলুকের বড় রাস্তায় দুর্দান্ত স্পিডে চলছিল গাড়ি ৷ চালাচ্ছিলেন এক মহিলা ৷ পুলিশের সূত্রের খবর রাস্তায় প্রথম দিকভ্রষ্ট হয় গাড়িটি ৷ এতেই শেষ নয় ৷ রাস্তায় স্কিডের পর গাড়িটি পাশে থাকা প্রায় ৫০ ফিট খাদে পড়ে যায় ৷ কিন্তু আশ্চর্যজনক ভাবে সবার নজর এড়িয়ে যায় দুর্ঘটনাটি ৷ প্রায় ৬ দিন পর খোঁজ মেলে গাড়িটির ৷ তবে ভয়ানকভাবে দুর্ঘটনাগ্রস্থ গাড়িতে কোন আরোহীকে পাওয়া যায়নি ৷ কিছুটা দূরে পড়েছিলেন এক মহিলা ৷ তিনি ধীরেধীরে হাঁটার চেষ্টা করছিলেন ৷
advertisement
মহিলা জানান যে দুর্ঘটনার পর গাড়িতে প্রায় ৩-৪ দিন আটকে ছিলেন তিনি ৷ তারপর গাড়ি থেকে নিজেকে বার করেন নিজেই ৷ এরপরই তাঁকে হাসপাতালে পাঠানো হয় ৷ ঘটনাটি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনিয়া প্রদেশে ৷
আরও পড়ুন ওয়্যাক! ষাঁড়ের আধ সেদ্ধ যৌনাঙ্গ-বাদুড়ের স্যুপ, এই রেস্তোরাঁয় আপনাকে স্বাগত...