TRENDING:

সন্ত্রাসের নয়া নাম আল বদর, হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে ছড়িয়ে দেওয়া হচ্ছে বার্তা

Last Updated:

সাবধান ! ভারতের বড়সড় হামলার প্ল্যানিংয়ে ব্যস্ত সন্ত্রাসবাদীরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : সাবধান ! ভারতের বড়সড় হামলার প্ল্যানিংয়ে ব্যস্ত সন্ত্রাসবাদীরা ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছেন ৷ তবে এবারের সন্ত্রাসের ছক কষেছে তুলনায় নতুন ভাবে আত্মপ্রকাশ করা সন্ত্রাসবাদী গ্রুপ আল বদর ৷
advertisement

যেখানে ভারতীয় ইন্টলিজেন্স লস্কর ই তৈবা, ও জইশ -এ - মহম্মদের ওপর কড়া নজর রেখেছে সেখানে ভারতকে কাঁপিয়ে দিতে তৈরি হচ্ছে আল বদর ৷

সূত্রের খবর অনুযায়ি কাশ্মীর থেকে ১৫ জন জঙ্গি যার মধ্যে তিনজন পুলওয়ামা ও সোপিয়ানের বাসিন্দা আল বদরে যোগ দিয়েছেন ৷ গত মাসে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একটি র‍্যালি আয়োজন করেছিল আল বদর ৷ সেখানেই আল বদর প্রধান বখত জামিন জানিয়েছেন এই সন্ত্রাসবাদী সংগঠনই কাশ্মীরের কন্ঠ হয়ে উঠবে ৷ এদিকে লস্কর ই তৈবা, ও জইশ -এ - মহম্মদ আর্থিক ভাবে সাহায্য করছে আল বদরকে ৷ এই ফান্ড তারা যোগা়য করছে যাতে বড়সড় আঘাত হানতে পারা যায় ৷

advertisement

আরও পড়ুন - কী উদ্দেশ্যে সলমনকে আগুনের মুখে ঠেলে দিলেন পরিচালক ?

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

বিভিন্ন সন্ত্রাসবাদী ট্রেনিং ক্যাম্পে দিল্লিতে আঘাত হানার জন্য প্রস্তুতি সারছে ৷ এছাড়াও তালিকায় রয়েছে মুম্বই , লখনউও ৷ টেলিগ্রাম  ও হোয়াটস অ্যাপ ব্যবহার করে ৫০০ -র বেশি অডিও এবং ভিডিও ক্লিপ পাঠানো হয়েছে জম্মু ও কাশ্মীরের তরুণদের উত্তেজিত করার জন্য ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সন্ত্রাসের নয়া নাম আল বদর, হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে ছড়িয়ে দেওয়া হচ্ছে বার্তা