TRENDING:

সন্ত্রাসের নয়া নাম আল বদর, হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে ছড়িয়ে দেওয়া হচ্ছে বার্তা

Last Updated:

সাবধান ! ভারতের বড়সড় হামলার প্ল্যানিংয়ে ব্যস্ত সন্ত্রাসবাদীরা ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : সাবধান ! ভারতের বড়সড় হামলার প্ল্যানিংয়ে ব্যস্ত সন্ত্রাসবাদীরা ৷ স্বরাষ্ট্রমন্ত্রকের এক উচ্চপদস্থ আধিকারিক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছেন ৷ তবে এবারের সন্ত্রাসের ছক কষেছে তুলনায় নতুন ভাবে আত্মপ্রকাশ করা সন্ত্রাসবাদী গ্রুপ আল বদর ৷
advertisement

যেখানে ভারতীয় ইন্টলিজেন্স লস্কর ই তৈবা, ও জইশ -এ - মহম্মদের ওপর কড়া নজর রেখেছে সেখানে ভারতকে কাঁপিয়ে দিতে তৈরি হচ্ছে আল বদর ৷

সূত্রের খবর অনুযায়ি কাশ্মীর থেকে ১৫ জন জঙ্গি যার মধ্যে তিনজন পুলওয়ামা ও সোপিয়ানের বাসিন্দা আল বদরে যোগ দিয়েছেন ৷ গত মাসে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একটি র‍্যালি আয়োজন করেছিল আল বদর ৷ সেখানেই আল বদর প্রধান বখত জামিন জানিয়েছেন এই সন্ত্রাসবাদী সংগঠনই কাশ্মীরের কন্ঠ হয়ে উঠবে ৷ এদিকে লস্কর ই তৈবা, ও জইশ -এ - মহম্মদ আর্থিক ভাবে সাহায্য করছে আল বদরকে ৷ এই ফান্ড তারা যোগা়য করছে যাতে বড়সড় আঘাত হানতে পারা যায় ৷

advertisement

আরও পড়ুন - কী উদ্দেশ্যে সলমনকে আগুনের মুখে ঠেলে দিলেন পরিচালক ?

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

বিভিন্ন সন্ত্রাসবাদী ট্রেনিং ক্যাম্পে দিল্লিতে আঘাত হানার জন্য প্রস্তুতি সারছে ৷ এছাড়াও তালিকায় রয়েছে মুম্বই , লখনউও ৷ টেলিগ্রাম  ও হোয়াটস অ্যাপ ব্যবহার করে ৫০০ -র বেশি অডিও এবং ভিডিও ক্লিপ পাঠানো হয়েছে জম্মু ও কাশ্মীরের তরুণদের উত্তেজিত করার জন্য ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সন্ত্রাসের নয়া নাম আল বদর, হোয়াটসঅ্যাপ-টেলিগ্রামে ছড়িয়ে দেওয়া হচ্ছে বার্তা