সোমবার সকালের ঘটনা ৷ যাত্রীদের অভিযোগ, দিল্লিগামী ব্রহ্মপুত্র মেল এনজিপি স্টেশন চাড়ার পরেই তার শীতাতপ যন্ত্র বিকল হয়ে যায় ৷ ফলে প্রচণ্ড গরমে নাভিঃশ্বাস ওঠে যাত্রীদের ৷ শ্বাসকষ্ট শুরু হয়ে যায় সকলের ৷ এসি বিকল হয়ে যাওয়ায় যাত্রীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন ৷ মালদহ টাউন স্টেশনে ট্রেন থেকে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা ৷
advertisement
বিক্ষোভের জেরে প্রায় ৪ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল ৷ ব্রহ্মপুত্র মেলের বিক্ষোভে জেরে পর পর একাধিক ট্রেন দেরিতে চলছে ৷ বিক্ষোভের জেরে হাওড়া-ইন্টারসিটি এক্সপ্রেস দেরিতে চলছে ৷ দেরিতে চলছে হাওড়া-কাটিহার এক্সপ্রেসও ৷ দেরিতে চলছে গৌড় এক্সপ্রেসও ৷
আরও পড়ুন: সম্পর্কে টানাপোড়েনে জের ! ভিডিও চ্যাটেই আত্মঘাতী ছাত্রী
advertisement
Location :
First Published :
June 11, 2018 11:15 AM IST