TRENDING:

হায়দরাবাদকে ৮ উইকেটে দুমড়ে দিয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে ছুঁল ধোনির সিএসকে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সানরাইজার্স হায়দরাবাদ: ১৭৮/৬ ( ২০ ওভার )
advertisement

চেন্নাই সুপার কিংস: ১৮১/২ ( ১৮.৩ ওভার )

৯ বল বাকী থাকতেই ৮ উইকেটে জয়ী চেন্নাই সুপার কিংস

#মুম্বই: ১১ বছরের আইপিএলের ইতিহাসে দু’বছর শুধুমাত্র নির্বাসনে ছিলেন তাঁরা ৷ বাকী ফ্র্যাঞ্চাইজিগুলি নিশ্চয় ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিয়েছিল ওই সময় ৷ কারণ আর যাই হোক, সিএসকে-কে তো তাদের আর খেলতে হয়নি ওই দু’বছর ৷ চেন্নাই সুপার কিংস কেন বাকীদের থেকে একটু হলেও সবসময় এগিয়ে ওয়াংখেড়েতে রবিবাসরীয় ফাইনালই ফের তার প্রমাণ ৷ চ্যাম্পিয়ন্স লিগ জেতাটা যেমন প্রায় অভ্যাসে পরিণত করে ফেলেছে রিয়াল মাদ্রিদ ৷ আইপিএলের ক্ষেত্রে ঠিক তেমনটাই করে দেখিয়েছে ধোনির সিএসকে ৷

advertisement

আরও পড়ুন-ওয়াটসন গোলায় ধ্বংস সানরাইজার্স ! তৃতীয় আইপিএল খেতাব ধোনির সিএসকের

Photo Courtesy: IPL/BCCI

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

দু’বছর নির্বাসনের জন্য এখনও পর্যন্ত মোট ৯টা আইপিএল খেলেছে চেন্নাই সুপার কিংস ৷ যার মধ্যে ৭টা-তেই ফাইনাল খেলেছে এই দল ৷ তিনবারের চ্যাম্পিয়ন ৷ এদিন জিতে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে একই আসনে ধোনির দল ৷  এই দু’দলের  দখলেই এখন তিনটি করে আইপিএল খেতাব ৷ নির্বাসনের পর ফিরে এসেই ফের ট্রফি জয় চেন্নাই সুপার কিংসের ৷ এন শ্রীনিবাসন সোমবার পার্টির কথা আগেই ঘোষণা করেছিলেন ৷ সিএসকে জেতায় এখন সোমবারের সেলিব্রেশনও যে দ্বিগুণ হবে, তা এখনই বলে দেওয়া যায় ৷

advertisement

বাংলা খবর/ খবর/খেলা/
হায়দরাবাদকে ৮ উইকেটে দুমড়ে দিয়ে মুম্বই ইন্ডিয়ান্সকে ছুঁল ধোনির সিএসকে