TRENDING:

ভাগাড়কাণ্ডের জেরে প্রায় ৫০শতাংশ মাংস বিক্রির চাহিদা কম নিউমার্কেটের বাজারে

Last Updated:

ভাগাড়ের মাংস কারবারের জের ৷ মুরগির মাংস নিয়ে অতঙ্কিত সাধারণ মানুষ ৷ তাই তো মাংস ছেড়ে এখন মাছের দিকে ঝুঁকছে আম বাঙালি ৷ স্বাভাবিকভাবেই মাংস ব্যবসায় টান পড়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ভাগাড়ের মাংস কারবার ও মরা মুরগি বিক্রির জের ৷ মুরগির মাংস নিয়ে অতঙ্কিত সাধারণ মানুষ ৷ তাই তো মাংস ছেড়ে এখন মাছের দিকে ঝুঁকছে আম বাঙালি ৷ স্বাভাবিকভাবেই মাংস ব্যবসায় টান পড়েছে ৷
advertisement

আরও পড়ুনপচা মাংসের কারবার রুখতে এবার তৎপর প্রশাসন

নিউমার্কেট এলাকার ব্যবসায়ীরা জানিয়েছেন , গত ১মাসে প্রায় ৫০শতাংশ কমে গেছে মাংস বিক্রির হার ৷ ভাগাড়ের মাংসের কথা সামনে আসতে পুরসভার পক্ষ থেকে নানাবিধ নিষেধাজ্ঞা জারি হয়েছে ৷ নজরদারির জন্য  বিশেষ কমিটি তৈরির কথাও ঘোষণাও করা হয়েছে ৷ বরফে সংরক্ষিত মাংস বিক্রির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে পুরসভা ৷ আজই এই মর্মে বাজারগুলিকে নোটিস দেওয়া হবে ৷

advertisement

প্রসঙ্গত ভাগাড়কাণ্ডে ধৃত বিশ্বনাথ ঘোড়ুইকে জেরা করে উঠে এসেছে চঞ্চল্যকর তথ্য ৷ জানা গেছে সেই মাংসের প্রায় ৪০শতাংশ পাচার হত নিউমার্কেট এলাকায় ৷ তারপরই পুরসভার এই তৎপড়তা ৷

তবে বিক্রেতাদের দাবি, তাজা মাংস বিক্রি করা হয় নিউমার্কেটে ৷ মরা মাংস তো দূরের কথা, ফ্রিজারের মাংসও বিক্রি করেন না তারা , জানাচ্ছেন নিউমার্কেট চত্বরের মাংস বিক্রেতারা ৷ নোটিস ধরিয়ে , তাদের বিরুদ্ধে পুরসভা অপপ্রচার করছে, অভিযোগ নিউমার্কেটের মাংস বিক্রেতাদের ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের বাজারে 'সস্তার' ফুলকপি...! এবছর কিন্তু বদলে যেতে পারে ছবিটা
আরও দেখুন

আরও পড়ুন ভাগাড়ের মরা পশুর মাংস কারবারের তদন্তভার গেল সিআইডি-র হাতে

বাংলা খবর/ খবর/কলকাতা/
ভাগাড়কাণ্ডের জেরে প্রায় ৫০শতাংশ মাংস বিক্রির চাহিদা কম নিউমার্কেটের বাজারে