TRENDING:

‘পাকিজা’খ্যাত অভিনেত্রী গীতা কাপুর প্রয়াত, দেখতেও এলেন না তাঁর সন্তানরা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: এক বছর ধরে হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে সন্তাদের জন্য অপেক্ষা করে গিয়েছেন তিনি ৷ ভেবেছেন একবার সন্তানরা আসবেন একবারের জন্য হলেও দেখা করতে আসবেন তাঁর সঙ্গে ৷ কিন্তু সন্তানদের কাছে পাওয়ার সেই ইচ্ছে তাঁর কাছে অধরাই রয়ে গেল ৷ মারা গেলেন ‘পাকিজা’খ্যাত অভিনেত্রী গীতা কাপুর ৷
advertisement

আজ শনিবার সকাল ৯টা নাগাদ মুম্বইয়ের একটি বৃদ্ধাশ্রমে মৃত্যু হয় স্বর্ণযুগের এই অভিনেত্রীর ৷ মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর ৷ তিনি ধর্মেন্দ্রর বিপরীতে 'রাজিয়া সুলতানা'তে অভিনয় করেন।

গত বছরে এক মর্মান্তিক ঘটনা সামনে আসাতেই প্রথম জানা যায় সোনালি যুগের অভিনেত্রী কী নিদারুণ পরিস্থিতির মধ্যে রয়েছেন ৷ গত বছরের ২১ এপ্রিল মুম্বইয়ের এসআরভি হাসপাতালে গীতা কাপুরকে ভর্তি করান তাঁর ছেলে ৷ কিন্তু চিকিৎসার জন্য হাসপাতালে যে টাকা জমা করতে হবে তা আনতে গিয়ে আর ফেরেননি তাঁর ছেলে। পরে এক শুভাকাঙ্খী তাঁর চিকিৎসার খরচের দায়িত্ব নেন।

advertisement

জীবিত অবস্থায় ওই প্রবীণ অভিনেত্রী অভিযোগ জানিয়েছিলেন, তাঁর ছেলে তাঁকে মাঝেমধ্যেই মারধর করত। এমনকী, তাঁকে ঘরে আটকে রেখে দিন চারেক অন্তর এক বার খাবার খেতে দেওয়া হত।

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘পাকিজা’খ্যাত অভিনেত্রী গীতা কাপুর প্রয়াত, দেখতেও এলেন না তাঁর সন্তানরা