TRENDING:

সানরাইজার্স বনাম সিএসকে ম্যাচের আগে এই তথ্যগুলি জেনে নেওয়া জরুরি

Last Updated:

আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরই ওয়াংখেড়ের মহারণ ৷ চেন্নাই বনাম হায়দরাবাদ দুই সুপার জায়ন্ট শ্রেষ্ঠত্বের লড়াইতে মুখোমুখি হচ্ছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই:  আর কয়েক ঘন্টার অপেক্ষা তারপরই ওয়াংখেড়ের মহারণ ৷ চেন্নাই বনাম হায়দরাবাদ দুই সুপার জায়ন্ট শ্রেষ্ঠত্বের লড়াইতে মুখোমুখি হচ্ছে ৷ এবারের আইপিএলে সবার আগে গ্রুপ পর্বে –র পয়েন্টের হিসেব নিকেশে সবার আগে প্লে অফের টিকিট নিশ্চিত করেছিল সানরাইজার্স হায়দরাবাদ ৷
advertisement

অন্যদিকে চেন্নাই সুপার কিংসও লিগ টেবল শেষ করেছিল হায়দরাবাদের সঙ্গে একই পয়েন্টে ৷ তবে নেট রানরেটে তাদের দু নম্বর জায়গায় থাকতে হয়েছিল ৷ কিন্তু প্লে অফে সানরাইজার্স হায়দরাবাদকে উড়িয়ে দিয়ে তারাই ফাইনালের টিকিট আগে বুক করেছিল ৷

advertisement

এদিকে সানরাইজার্স হায়দরাবাদ প্লে অফে জায়গা নিশ্চিত করার পর টানা ৪ টি ম্যাচ হেরেছিল ৷ কিন্তু কেকেআরের বিরুদ্ধে দল যেরকম পারফরম্যান্স দিয়েছে তাতে মুগ্ধ ফ্যানরা ৷

পরিসংখ্যানের দিকে যদি একবার চোখ রাখা যায় তাহলে দেখা যাবে অঙ্কের পাল্লাটা কিন্তু চেন্নাই সুপার কিংসেরই ভারি ৷ আইপিএলে মোট ৯ টি ম্যাচে মুখোমুখি হয়েছে দাক্ষিণাত্যের এই দুই দল ৷ তারমধ্যে চেন্নাই সুপার কিংস জিতেছে ৭ টি ম্যাচে , ২টি হেরেছে তারা ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

পাশাপাশি যদি শুধু এবারের আইপিএলে নজর রাখা যায় তাহলে সানরাইজার্স হায়দরাবাদের পারফরম্যান্স আরও শোচনীয় ৷ এই মরশুমে সিএসকে এবং এসআরএইচ মোট ৩ বার মুখোমুখি হয়েছে ৷ ৩ বারই জিতেছে চেন্নাই সুপার কিংস ৷

বাংলা খবর/ খবর/খেলা/
সানরাইজার্স বনাম সিএসকে ম্যাচের আগে এই তথ্যগুলি জেনে নেওয়া জরুরি