দীর্ঘদিন ধরেই আইএস নিশানায় পাকিস্তান ও আফগানিস্তানের সংখ্যালঘু শিখ গোষ্ঠী। স্থানীয় পুলিশ জানিয়েছে, রবিবারের আফগানিস্তানের জালালাবাদের মুখাবেরাট স্কোয়ারে এক আত্মঘাতী জঙ্গি শিখদের একটি গাড়িতে বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণে মৃত্যু হয় ২০ জন শিখ সম্প্রদায়ভুক্ত মানুষের।
নিহতের মধ্যে ছিলেন শিখ প্রার্থী অবতার সিং খালসাও। আফগানিস্তানের আসন্ন নির্বাচনে শিখ ও হিন্দু সম্প্রদায়ের প্রার্থী ছিলেন তিনি। ভোটে দাঁড়ানোর পর থেকেই ক্রমাগত হুমকি দেওয়া হচ্ছিল তাঁকে। এছাড়া বিস্ফোরণে মৃত্যু হয়েছে শিখ কমিটির মুখপাত্র ইকবাল সিং, সমাজকর্মী অনুপ সিং ও রাভালি সিংয়ের। উল্লেখ্য, স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির সঙ্গে সাক্ষাতের কথা ছিল তাদের। তার আগেই গাড়িটি বিস্ফোরণে উড়িয়ে দেয় সন্ত্রাসবাদীরা।
advertisement
আরও পড়ুন
উত্তরপ্রদেশে খাদে বাস পড়ে আহত ৬ স্কুল পড়ুয়া
আফগানিস্তানে শিখ সম্প্রদায়ের উপর হামলার এমন ঘটনার তীব্র ধিক্কার জানিয়েছে ভারত। বিস্ফোরণে নিন্দায় ট্যুইটারে সরব হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আফগানিস্তানে বসবাসকারী শিখ পরিবারদের সহানুভূতি জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি।