TRENDING:

‘ছয় বছর বয়সে অভিভাবকের হাতে ধর্ষিত হয়েছিলাম’

Last Updated:

মাত্র ছয় বছর বয়সে এক অভিভাবকের লালসার শিকার হতে হয়েছিল তাঁকে, এমনই বিস্ফোরক স্বীকারোক্তি করলেন জনপ্রিয় প্রবীণ অভিনেত্রী ডেইজি ইরানি ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: মাত্র ছয় বছর বয়সে এক অভিভাবকের লালসার শিকার হতে হয়েছিল তাঁকে, এমনই বিস্ফোরক স্বীকারোক্তি করলেন জনপ্রিয় প্রবীণ অভিনেত্রী ডেইজি ইরানি ৷
advertisement

৫০-এর দশকের জনপ্রিয় শিশু অভিনেত্রী ছিলেন ৷ এরপরেও বিভিন্ন উল্লেখযোগ্য ভূমিকায় মুন্সিয়ানার ছাপ রেখেছেন ডেইজি ৷ এ বার নিজের জীবনের এক গোপন অধ্যায়কে প্রকাশ্যে আনলেন অভিনেত্রী ৷

সম্প্রতি মুম্বই মিররকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেইজি জানিয়েছেন, ‘হম পাঞ্ছি কে ডাল কা’ ছবিতে সেই সময় শিশু শিল্পী হিসাবে অভিনয় করছিলেন ডেইজি ৷ একদিন চেন্নাইয়ের এক হোটেল রুমে এক অভিভাবক তাঁকে ধর্ষণ করেন ৷ বেল্ট দিয়ে নির্মমভাবে তাঁকে আঘাতও করা হয়েছিল ৷ ওই ব্যক্তির নামও প্রকাশ্যে এনেছেন ডেইজি ৷ নজর নামে ওই ব্যাক্তি এখন মৃত ৷ তিনি গায়িকা জোহরাবাঈয়ের খুবই ঘনিষ্ঠ ছিলেন ৷ ইন্ডাস্ট্রিতে তাঁর অনেক পরিচিতও ছিল ৷ সেই কারণেই তাঁর মা ওই ব্যক্তির অভিভাবকত্বে রেখে গিয়েছিলেন ডেইজিকে ৷

advertisement

সাক্ষাৎকারে ডেইজি জানান, সেই সময় তাঁর মা তাঁকে ও তাঁর বোনকে তারকা বানানোর জন্য উঠে পড়ে লেগেছিলেন ৷ এখনও সেই সমস্ত দিনের কথা পরিষ্কার মনে আছে তাঁর ৷ বিশেষ করে বেল্ট দিয়ে মারার যন্ত্রণা এখনও যেন অনুভব করতে পারেন তিনি ৷ কিন্তু এই সমস্ত কথা কাউকে বললে তাঁকে প্রাণে মেরে দেওয়ার ভয় দেখিয়েছিলেন ওই অভিভাবক ৷ ফলে পরের দিন সকালে খুব স্বাভাবিকভাবেই স্টুডিওতে যেতে হয় তাঁকে, যেন কিছুই হয়নি ৷

advertisement

আরও পড়ুন: রণবীরের নগ্ন ছবি তুলতে গিয়ে ধরা পড়ল ফ্যান, তারপর যা ঘটল...

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

যদিও এটাই শেষ নয় ৷ পনেরো বছর বয়সের একটি ঘটনাও শেয়ার করেছেন ডেইজি ৷ তিনি জানিয়েছেন, একদিন তাঁর মা তাঁকে শাড়ি ও তাঁর নীচে প্যাড পরিয়ে মল্লিকচাঁদ কোছার নামে একজন প্রযোজকের বাড়ি নিয়ে যান ৷ ওই প্রযোজক সেই সময় ‘মেরে হুজুর’ নামে একটি ছবি বানানোর কথা ভাবছিলেন ৷ মা চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ওই ব্যাক্তি সোফায় ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে ৷ শরীরে অশালীনভাবে স্পর্শ করতে থাকেন তিনি ৷ এই সময় ডেইজি শাড়ির ভিতর থেকে প্যাড খুলে তাঁর হাতে ধরিয়ে দেন ৷ এই ঘটনায় খুবই রেগে গিয়েছিলেন ওই প্রযোজক ৷ কিন্তু ডেইজি বলেন, এ ছাড়া আমার আর কিছু করার ছিল না ৷ প্রতিটি ঘটনার মধ্যেই মজার দিকটা দেখার চেষ্টা করেছি ৷ কিন্তু পরে এই সমস্ত কথা মাকে জানানোর পরেও তিনি বিশ্বাস করেননি বলে জানান অভিনেত্রী ৷

advertisement

বাংলা খবর/ খবর/বিনোদন/
‘ছয় বছর বয়সে অভিভাবকের হাতে ধর্ষিত হয়েছিলাম’