TRENDING:

‘অ্যাকিলিস দ্য ক্যাটের’ হাতেই থাকছে এই বিশ্বকাপের ভাগ্য

Last Updated:

এক বধির সাদা বেড়াল যার নাম অ্যাকিলিস সেই হতে চলেছে এবারের বিশ্বকাপের বড় আকর্ষণ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সেন্ট পিটার্সবার্গ : এক বধির সাদা বেড়াল যার নাম অ্যাকিলিস সেই হতে চলেছে এবারের বিশ্বকাপের বড় আকর্ষণ ৷ একদম ঠিক ধরেছেন ৷ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে বাজিমাত করা অক্টোপাস পলের ঢঙে এবারের বিশ্বকাপে ম্যাচের আগেই বিজয়ী বেছে নেওয়ার কাজ করবে অ্যাকিলিস ৷
advertisement

পল অক্টোপাসকে জলের মধ্যে খাবার দেওয়া হত সেখানেই দুটি বক্সের একটায় একদেশ অন্যটায় অন্যদেশের পতাকা দিয়ে মার্কা দেওয়া থাকত ৷ পল যে বক্সের খাবার বেছে নিত সেই দলকেই বিজয়ী হিসেবে বেছে নেওয়া হত ৷ এবারেও সেই একই প্যাটার্ন ৷ তবে এবার খাওয়ার রাখা হবে দুটি বাটিতে ৷ তাতে দুটি দেশের পতাকা লাগানো থাকবে ৷

advertisement

আরও পড়ুন - শুধু রোনাল্ডো নয়, হবু শাশুড়িরও প্রিয় জর্জিনা,জানুন মন জয়ের গোপন রেসিপি

সেন্ট পিটার্সবার্গের হারমিটেজ মিউজিয়ামে যিনি গার্ড ক্যাটদের দেখাশুনো করেন সেই তত্বাবধায়ক অ্যাকিলিসের পারফরম্যান্স নিয়ে খুবই আত্মবিশ্বাসী ৷ তিনি জানিয়েছেন , ‘‘ অ্যাকিলিস দারুণ দেখতে একটি সাদা বিড়াল, যার নীল চোখ ৷ এদিকে ও যেহেতু কানে শুনতে পায়না তাই ওর বোধশক্তি দারুণ জোরালো ৷’’

advertisement

আরও পড়ুন - নগ্নতায় মেতে ‘বিশ্বকাপ’ স্পেশাল লুকে লেন্সবন্দি ‘হট’ মডেলরা

অ্যাকিলিস মিউজিয়ামের বেসমেন্টে নিজের সতীর্থদের সঙ্গে থেকে নিরাপত্তা নিশ্চিত করে ৷ কিন্তু বিশ্বকাপের স্পেশাল ডিউটি-র জন্য তিনি ‘ক্যাট রিপাবলিক’ নামের এক ক্যাফেতে আস্তানা গাঁড়বেন ৷

পল যেভাবে সাফল্যের সঙ্গে ২০১০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হিসেবে স্পেনকে বেছে নিয়েছিল ,সেভাবে আর কেউ ধারাবাহিকতা দেখাতে পারেনি ৷ ২০১৪ বিশ্বকাপে এক গিনিপিগ ও এক পিরানহা মাছ ভবিষ্যত বাণী করলেও পলের ধারেকাছে কেউ আসতে পারেনি ৷ এবার অ্যাকিলিস কতটা সফল হতে পারেন তা অবশ্য বোঝা যাবে আরও একমাস পরে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বাংলা খবর/ খবর/খেলা/
‘অ্যাকিলিস দ্য ক্যাটের’ হাতেই থাকছে এই বিশ্বকাপের ভাগ্য