সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে রথযাত্রা করতে চেয়ে নবান্নে চিঠি দিল বিজেপি৷ নতুন আবেদনে ২০ ও ২২ জানুয়ারি ১টি করে ও ২১ জানুয়ারি ২টি রথযাত্রা করতে চেয়ে আবেদন করেছে গেরুয়া শিবির৷
আবেদনে বিজেপি জানিয়েছে, গঙ্গাসাগর, হলদিয়া, তারাপীঠ ও কোচবিহারে রথযাত্রা করতে চায় তারা৷ রথ নিয়ে বড় ধাক্কার পর এবার রাজ্যজুড়ে একাধিক বড় সভার প্রস্তুতি শুরু করেছে বিজেপি৷ কলকাতায় ৪টি বড় সভা হতে পারে৷ রাজ্যে একাধিক সভা করবেন মোদি-শাহ৷ উত্তরবঙ্গেও বিশেষ নজর রয়েছে বিজেপি-র৷ সভার দিনক্ষণ ঠিক করতে বৈঠকে রাজ্য নেতৃত্বের৷
advertisement
Location :
First Published :
January 16, 2019 6:44 PM IST