TRENDING:

মোদির সভায় মঞ্চের অস্থায়ী ছাদ ভেঙে দুর্ঘটনা, আহত ২২, জখমদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেদিনীপুর: নরেন্দ্র মোদির জনসভায় দুর্ঘটনা ৷ পশ্চিম মেদিনীপুরে কৃষক কল্যাণ সভায় প্রধানমন্ত্রীর ভাষণ চলাকালীনই দুর্ঘটনা ৷ ভেঙে পড়ে মূলমঞ্চের সামনে দর্শক আসনের অস্থায়ী ছাদ ৷  আহত বেশ বহু মানুষ ৷
advertisement

অসমর্থিত সূত্রে খবর, মঞ্চ ভেঙে ২২ জনেরও বেশি মানুষ আহত ৷ আশঙ্কাজনক তিন জন ৷ স্থানীয় মেদিনীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের ৷ জখমদের অবস্থা নিয়ে খোঁজ নিতে তড়িঘড়ি সভা শেষ করে হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ চিকিৎসকদের সঙ্গে আহতদের শারীরিক অবস্থা নিয়েও আলোচনা করেন তিনি ৷

নিজস্ব চিত্র

advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখতে আর তাঁর ভাষণ শুনতে এদিন কানায় কানায় পূর্ণ ছিল মেদিনীপুর কলেজের মাঠ ৷ বৃষ্টি থেকে বাঁচতে সামিয়ানার তলায় আশ্রয় খুঁজছিলেন দর্শক ও শ্রোতারা ৷ সেই সময় কর্মী-সমর্থকদের হুড়োহুড়িতেই ভেঙে পড়ে দর্শকাসনের অস্থায়ী ছাদের লোহার কাঠামো ৷ সরতে না পেরে জখম হন বহু মানুষ ৷

আরও পড়ুন 

advertisement

কুকুরের উপর নৃশংস অত্যাচার, মেরে তন্ত্রসাধনার অভিযোগ উঠল ডানকুনিতে

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

ঘটনায় গাফিলতির তত্ত্ব সামনে এসেছে ৷ প্রধানমন্ত্রীর সভার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন ৷ মঞ্চ তৈরির কাজে যুক্তদের ইতিমধ্যেই তলব করেছে পুলিশ ৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মোদির সভায় মঞ্চের অস্থায়ী ছাদ ভেঙে দুর্ঘটনা, আহত ২২, জখমদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী