স্থানীয় মেদিনীপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আহতদের ৷ আশঙ্কাজনক তিন জন ৷ গুরুতর জখমরা হলেন কিশোর দাস, শঙ্কর ঘোষ ও শকুন্তলা মাহাতো ৷ জখমদের অবস্থা নিয়ে খোঁজ নিতে তড়িঘড়ি সভা শেষ করে হাসপাতালে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ চিকিৎসকদের সঙ্গে আহতদের শারীরিক অবস্থা নিয়েও আলোচনা করেন তিনি ৷
দুর্ঘটনায় আহতদের আরোগ্য কামনায় ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৷ ঘোষণা করেন, আহতদের চিকিৎসায় সাহায্য করবে রাজ্য ৷
advertisement
আরও পড়ুন
মোদির সভায় মঞ্চের ছাদ ভেঙে দুর্ঘটনা, আহতদের সাহায্যের আশ্বাস দিয়ে ট্যুইট মমতার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেখতে আর তাঁর ভাষণ শুনতে এদিন কানায় কানায় পূর্ণ ছিল মেদিনীপুর কলেজের মাঠ ৷ বৃষ্টি থেকে বাঁচতে সামিয়ানার তলায় আশ্রয় খুঁজছিলেন দর্শক ও শ্রোতারা ৷ সেই সময় কর্মী-সমর্থকদের হুড়োহুড়িতেই ভেঙে পড়ে দর্শকাসনের অস্থায়ী ছাদের লোহার কাঠামো ৷ সরতে না পেরে জখম হন বহু মানুষ ৷
আরও পড়ুন
বামেদের সরাতে অনেকসময় লেগেছে, কিন্তু তৃণমূলের জুলুম থেকে মুক্তি মিলবে কয়েক মাসেই: মোদি
ঘটনায় গাফিলতির তত্ত্ব সামনে এসেছে ৷ প্রধানমন্ত্রীর সভার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উঠছে প্রশ্ন ৷ মঞ্চ তৈরির কাজে যুক্তদের ইতিমধ্যেই তলব করেছে পুলিশ ৷ ঘটনার তদন্ত করবে রাজ্য বিজেপি বলে জানালেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ৷