TRENDING:

সমপ্রেম সম্পর্ককে স্বীকার করুন, ৩৭৭ ধারা নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: সমপ্রেম সম্পর্ক মানেই অপরাধ নয়, এমনটাই মত শীর্ষ আদালতের ৷ মঙ্গলবারের শুনানি শেষে প্রত্যাশামতোই সমলিঙ্গে প্রেম বিরোধী ইন্ডিয়ান পিনাল কোডের ৩৭৭ ধারাটিকে খারিজের সিদ্ধান্তই বহাল রাখল সুপ্রিম কোর্ট ৷
advertisement

এদিন প্রধান বিচারপতি দীপক মিশ্রা, বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ বলে, সমপ্রেম স্বীকৃতি পেলেই বরং এইডস বা যৌন রোগের মতো সমস্যার মোকাবিলা করা যাবে ৷ সমপ্রেমকে যত দমানো হবে ততই বাড়বে সমস্যা ৷ এর আগে ৩৭৭ ধারা জারি রাখার স্বপক্ষে যেসব আইনজীবীরা সওয়াল করছিলেন, তাদের যুক্তি ছিল সমলিঙ্গে প্রেম, যৌনতা অস্বাস্থ্যকর ৷ এইডস-এর মতো মারণব্যাধি ছড়িয়ে পড়ার মূল কারণ এই গে রিলেশনশিপ ৷ এই মন্তব্যের বিরোধিতা করেই সুপ্রিম কোর্টের এদিনের পর্যবেক্ষণ ৷ আদালতের মতে, স্বীকৃতি না পেলে, ‘অপরাধী’ তকমা পাওয়ার ভয় থাকলে সমপ্রেমী মানুষেরা কখনই নিজেদের স্বাস্থ্যের সমস্যা নিয়ে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করতে সাহস পাবে না ৷

advertisement

আরও পড়ুন 

মেধাতালিকা প্রকাশের পরও কাটল না জট, ফের মামলার ফাঁসে শিক্ষক নিয়োগ

১৫৭ বছরের পুরনো আইন, ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী সমপ্রেম মানেই অপরাধ ৷ প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চ এদিন ৩৭৭ ধারাকে খারিজের পক্ষেই মত দিল ৷ শীর্ষ আদালতের মতে, ৩৭৭ ধারা খারিজ হলে সমপ্রেমীদের জীবিকার ক্ষেত্রে বহু বাধা উঠে যাবে ৷ যৌনক্রিয়া প্রতিটি সম্পর্কের একটি অঙ্গ ৷ সমপ্রেমের ক্ষেত্রেও তা অত্যন্ত স্বাভাবিক ৷ দু’জন সমলিঙ্গপ্রেমী মানুষ হাত ধরে হাঁটলে তাদের কখনই অপরাধী হিসেবে তকমা দেওয়া যায় না ৷

advertisement

আরও পড়ুন 

‘পুলিশ নিজেকে না শোধরালে এমনটাই হবে’ বিজেপি কর্মীদের পুলিশ পেটানোকে সমর্থন দিলীপ ঘোষের

আলোচ্য ৩৭৭ ধারা নিয়ে বিতর্কের জেরে ফের এই আইন পুনর্বিবেচনার সিদ্ধান্ত নেয় শীর্ষ আদালত ৷ এর আগে সরকার পক্ষের আইনজীবি সুপ্রিম কোর্টের নির্দিষ্ট বেঞ্চকে জানিয়ে দিয়েছে যে কোর্ট যদি ৩৭৭ ধারাকে অসাংবিধানিক হিসেবে ঘোষণা করে অথবা প্রাপ্তবয়স্কদের মধ্যে সম্মতিসূচক সম্পর্কের প্রসঙ্গে রায় দেয়, তাহলে এ বিষয়ে পুনরায় আপত্তি তুলবেনা কেন্দ্র ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ভিডিও দিলেই ভাইরাল, সমাজ মাধ্যাম কাঁপিয়ে দিচ্ছে খুদে! 'ফ্যান' প্রসেনজিৎ, শিলাজিৎ
আরও দেখুন

২০১৩ সালে সুপ্রিম কোর্ট সমকামিতাকে অপরাধ বলেই গণ্য করে ভারতীয় দন্ডবিধির ৩৭৭ ধারাকেই লাগু করে ৷ ৩৭৭ ধারা অনুযায়ী সমকামিতা অপরাধ এবং এই আচরণের কারণে যাবজ্জীবন সাজা পর্যন্ত হতে পারে ৷ তবে ২০০৯ সালে দিল্লি হাইকোর্ট ৩৭৭ ধারাকে বৈষম্যমূলক ও মৌলিক অধিকারের পরিপন্থী আখ্যা দিয়ে এই ধারার বিরুদ্ধে রায় দিয়েছিল ৷ ২০১৩ সালে সু্প্রিম কোর্টের ৩৭৭ ধারা নিয়ে দেওয়া পর্যবেক্ষণ আরও একবার পর্যালোচনার দরজা খুলে দেয় ৷ তার উপর ভিত্তি করেই শীর্ষ আদালতে বিভিন্ন সময়ে এই ধারা পুনর্বিবেচনার জন্য পিটিশন দায়ের করে স্বেচ্ছাসেবী সংস্থা ও বহু বিশিষ্ট ব্যক্তি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
সমপ্রেম সম্পর্ককে স্বীকার করুন, ৩৭৭ ধারা নিয়ে মন্তব্য সুপ্রিম কোর্টের