যেহেতু গরমকাল তাই হালকা পরাটাই ভাল ৷ ফ্যাশনের সঙ্গে আরামের দিকটাও তো মাথায় রাখতে হবে ৷ সুন্দর করে সাজতে গিয়ে গলদঘর্ম হওয়ার কোনও মানেই হয় না ৷ একে তো চড়া গরম তার উপর পয়লা বৈশাখের দিন ভুরিভোজ তো মাস্ট ৷ ভারী কোনও মেটিরিয়াল তাই না পরাই ভাল ৷ সুতি, লিনেন কিংবা খাদির মধ্যে ঘোরাফেরাটাই শ্রেয় ৷ মোদ্দা কথা হাল্কা ফ্যাব্রিকের তৈরি পোশাক বেছে নিন ৷ এর পাশাপাশি সিল্ক, কটন সিল্ক, লিনেন কিংবা কটন লিনেনের কুর্তা পরা যেতে পারে ৷
advertisement
আরও পড়ুন: এক বৈশাখে লাল আর সাদায়
বৈশাখ মাস তো প্যাচপ্যাচে গরম এ সময়টায় বন্ধগলা না পরে বরং অঙ্গরাখা পরুন ৷ কোমড় বা থাই অবধি লম্বা কুর্তাও পরতে পারেন ৷ বিভিন্ন কাটের কুর্তা বা পাঞ্জাবি এই মুহূর্তে ফ্যাশন ইন ৷ কুর্তার মধ্যে কাঁথা কিংবা আড়ি কাজ করা হলে বাঙালিয়ানার একটা আমেজ দেবে ৷
একই সঙ্গে হালকা মেটিরিয়ালের তৈরি নেহরু জ্যাকেটও কিন্তু এখনও ফ্যাশন ইন ৷ জামদানি কিংবা বালুচরি দিয়ে বানানো বিভিন্ন স্টাইলের নেহরু জ্যাকেট পরা যেতে পারে ৷ সঙ্গে নীচে ধুতি পড়ুন ৷ পয়লা বৈশাখ তো বাঙালিদের উৎসব এই সময় পাঞ্জাবি কিংবা কুর্তার সঙ্গে ধুতির জুড়ি মেলা ভার ৷ যদি খুব অসুবিধে হয় তবে ধোতি প্যান্টও বেছে নিতে পারেন ৷
আরও পড়ুন:
আর রং? কোন রংটা এক্কেবারে পারফেক্ট এই উৎসবের জন্য সেটাও তো জেনে নেওয়া দরকার ৷ আগে ধরে নেওয়া হত গরমের সময় গ্রে কিংবা হোয়াইটের বিভিন্ন শেডই হল পুরুষের পোশাকের রং ৷ এখন কিন্তু এই ধারণাটা বিলকুল বদলেছে ৷ বদলেছে রংয়ের বাছ বিচার নিয়ে চোখ রাঙানি ৷ আর তাই এখনকার পুরুষকুল অনায়াসেই বেছে জেনে নিতে পারেন যে কোনও কুল কালারই ৷ তবে এই বছর বাজার কাপাচ্ছে যে কোনও ধরনের ব্রাইট কালার ৷ মাস্টার্ড কালার সেই তালিকার এক্কেবারে শীর্ষে ৷ আর ধুতির ক্ষেত্রে বলবো মাল্টিপল কালারের ধুতি, কিংবা চওড়া পাড়ের ধুতি বেছে নিয়ে সবার লজর কেড়ে নিন নিজের দিকে ৷
ছবি সৌজন্যে: অভিষেক দত্ত ৷