প্রস্তাবিত জোটে যে কংগ্রেসের সঙ্গে যে রাজনৈতিক দলগুলি অংশগ্রহণ করছে, দেশের সার্বিক উন্নয়নে তাঁদের কোনও ভূমিকা নেই ও সেই কারণেই যে কোনও জোটের দূরেই থাকবে তার দল, মন্তব্য করেছেন কেজরিওয়াল ।
লোকসভা নির্বাচন ও হরিয়ানার বিধানসভা নির্বাচনে স্বতন্ত্রভাবেই লড়বেন আপের প্রার্থীরা । এছাড়াও দিল্লি শহরে উন্নয়নমূলক কাজগুলি আটকে থাকার জন্যও প্রধানমন্ত্রীকে দূষেছেন কেজরিওয়াল । বিকাশমূলক কাজগুলিতে আপ সরকারকে প্রতি পদক্ষেপে বাধা দেওয়ার অভিযোগও করেছেন কেজরিওয়াল ।
advertisement
আরও পড়ুন: রাতারাতি গোটা দু’টো মুসলিম গ্রামের নাম বদলে হিন্দু নাম দিল রাজস্থান সরকার
হরিয়ানার মনোহর লাল খট্টরের সরকার কোনও কাজই করেনি ও তাঁর দিল্লি সরকারের থেকে শিক্ষা নেওয়া উচিৎ, এমনই মনে করেন কেজরিওয়াল ।
advertisement
Location :
First Published :
August 10, 2018 8:18 AM IST