যদিও এখনও পর্যন্ত 'মহাভারত' নিয়ে মুখ খোলেননি আমির, কিন্তু খবর, প্রথমে ঠিক ছিল 'কর্ণ'র চরিত্রে দেখা যাবে তাঁকে। কিন্তু ফিজিক্যাল ফিচারের জন্য, তিনি এই চরিত্রটা করতে রাজি হননি। তখন ঠিক হয়, কৃষ্ণর চরিত্রে দেখা মিলবে খান-এর।
আর এখানেই বাঁধল গোলযোগ! ফ্র্যাঙ্কোইস গটিয়ের নামের এক ব্যক্তি টুইটারে অভিযোগ করেন--আমির খান, যিনি ধর্মে মুসলিম, কেন হিন্দুদের প্রাচীন ও পবিত্র মহাকাব্য 'মহাভারত'-এ অভিনয় করবেন? নরেন্দ্র মোদির বিজেপি সরকারও কি আইেনসি ইন্ডিয়া-র মতো ধর্মনিরপেক্ষ হবে? মুসলিমরা কি একজন হিন্দুকে মোহাম্মদ-এর চরিত্রে অভিনয় করতে দেবেন?
advertisement
অভিযোগের যোগ্য জবাব দিলেন জাভেদ আখতার!
Location :
First Published :
March 22, 2018 7:41 PM IST