TRENDING:

ওয়েব সিরিজে নাকী অভিনয় করছেন অামির! রজনীশ ওরফে ওশো-র চরিত্রে

Last Updated:

বলিটাউনে খবর, আধ্যাত্মিক গুরু ভগবান রজনীশ ওরফে ওশো-র জীবনকে কেন্দ্র করে ছবি বানাচ্ছেন সকুন বাত্রা। চিত্রনাট্য লেখার কাজও শেষ। তবে, পূর্ণদৈর্ঘের ছবি নয়, একটি আন্তর্জাতিক স্ট্রিমিং চ্যানেলের জন্য ওয়েব সিরিজ। আর সবথেকে বড় চমক, রজনীশ-এর চরিত্রে অভিনয় করতে উৎসাহি আমির খান

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুম্বই: বলিটাউনে খবর, আধ্যাত্মিক গুরু ভগবান রজনীশ ওরফে ওশো-র জীবনকে কেন্দ্র করে ছবি বানাচ্ছেন সকুন বাত্রা। চিত্রনাট্য লেখার কাজও শেষ। তবে, পূর্ণদৈর্ঘের ছবি নয়, একটি আন্তর্জাতিক স্ট্রিমিং চ্যানেলের জন্য ওয়েব সিরিজ। আর সবথেকে বড় চমক, রজনীশ-এর চরিত্রে অভিনয় করতে উৎসাহি আমির খান।
advertisement

আরও পড়ুন- নিজের ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করলেন ফারহান আখতার

বিশ্বস্ত সূত্রের থেকে জানা যায়, স্ক্রিপ্ট পড়েই নাকী কাজটা করতে আগ্রহী হন আমির। এমনকী, তিনি লস এঞ্জেলসেও গিয়েছিলেন, ওই স্ট্রিমিং চ্যানেলের কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা করতে। ড্রিম প্রজেক্ট 'মহাভারত' শুরু করার আগেই এই ছবিটা শেষ করতে চান 'দঙ্গল'স্টার।

advertisement

আরও জানা যায়, স্ক্রিপটটা পড়ে মনে ধরে সকুন বাত্রার কাছের বন্ধু আলিয়া ভট্টরও। কিন্তু তিনি এই ছবিতে থাকছেন কীনা, তা এখনও নিশ্চিত নয়!

আরও পড়ুন- প্রয়াত স্ত্রী রেণু সালুজা-কে নিয়ে ছবি বানাচ্ছেন সুধীর মিশ্রা, রেণুর চরিত্রে অদিতি রাও হায়দারি

advertisement

এর আগে, শোনা গিয়েছিল করণ জোহর নাকী ওশো-র বায়োপিক বানাচ্ছেন। কিন্তু এই খবরকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দেন করণ।

১৬ মার্চ 'নেটফ্লিক্স '-এ মুক্তি পায় ওশো-র জীবন নিয়ে ডকুমেন্টারি সিরিজ 'ওয়াইল্ড ওয়াইল্ড কান্ট্রি'। ব্যাপক সাফল্য পায় সিরিজটি। সারা ফেলে বি-টাউনেও! ছবির প্রশংসা করে টুইট করেন ইমরান হাশমি, রীতেশ দেশমুখ ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আরও পড়ুন- মুক্তি পেল মাজিদ মাজিদি-র হিন্দি ছবি 'বিয়ন্ড দ্য ক্লাউডস'-এর দ্বিতীয় ট্রেলার

বাংলা খবর/ খবর/বিনোদন/
ওয়েব সিরিজে নাকী অভিনয় করছেন অামির! রজনীশ ওরফে ওশো-র চরিত্রে